সিরিয়ার হোমসে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৮
দামাস্কাস, ২৬ ডিসেম্বর (হি. স.) : শুক্রবার জুম্মার নামাজের সময় সিরিয়ার হোমসে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। এই হামলায় এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। সূত্রের খবর, বিস্ফোরণটি ঘটেছে হোমসের ওয়াদি আ
সিরিয়ার হোমসে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৮


দামাস্কাস, ২৬ ডিসেম্বর (হি. স.) : শুক্রবার জুম্মার নামাজের সময় সিরিয়ার হোমসে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। এই হামলায় এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

সূত্রের খবর, বিস্ফোরণটি ঘটেছে হোমসের ওয়াদি আল-ধাহাব এলাকায় অবস্থিত ইমাম আলি বিন আবি তালিব মসজিদে। এলাকাটি মূলত আলাউই সম্প্রদায় অধ্যুষিত, যা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিজস্ব সম্প্রদায় হিসেবে পরিচিত।

এদিন দুপুরে যখন মসজিদে জুম্মার নামাজ চলছিল, ঠিক সেই সময়েই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসবাদী হামলা। প্রাথমিক তদন্তে অনুমান, মসজিদের ভেতরেই আগে থেকে বিস্ফোরক বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস পুঁতে রাখা হয়েছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মসজিদের জানলার কাচ চুরমার হয়ে যায় এবং দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, মসজিদের কার্পেটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত এবং ধ্বংসস্তূপ।

সিরিয়ার বিদেশ মন্ত্রক এই ঘটনাকে “কাপুরুষোচিত অপরাধমূলক কাজ” বলে নিন্দা করেছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সন্ত্রাসবাদ দমনে সরকার কঠোর অবস্থান নেবে। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং অপরাধীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। স্থানীয় হাসপাতালের সূত্রে খবর, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande