
ভোপাল, ২৭ ডিসেম্বর (হি.স.): বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল কাঠের বাজার। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে| মধ্যপ্রদেশের ভোপালের পাতারা নালার কাছে ওই বাজারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। জানা গেছে, দমকলের ১৮টি ইঞ্জিন ও ৩০টি ট্যাঙ্কারের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাজারটি কার্যত ভস্মীভূত হয়ে যায়। প্রাণহানি না হলেও ঘটনায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ