সলমন খানের জন্মদিনে বিশেষ আলোকসজ্জায় সাজল মুম্বই সি লিঙ্ক
মুম্বই, ২৭ ডিসেম্বর (হি.স.): মুম্বই জুড়ে ২৭ ডিসেম্বর সলমন খানের জন্মদিন উদযাপন। বলিউড তারকা সলমন খানের জন্মদিনের আগের রাতে শুক্রবার মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কে বিশেষ আলোকসজ্জা করা হয়। রঙিন আলোয় সজ্জিত সি লিঙ্কে সলমন খানের নাম ও জন্মদিনের শ
সলমন খানের জন্মদিনে বিশেষ আলোকসজ্জায় সাজল মুম্বই সি লিঙ্ক


মুম্বই, ২৭ ডিসেম্বর (হি.স.): মুম্বই জুড়ে ২৭ ডিসেম্বর সলমন খানের জন্মদিন উদযাপন। বলিউড তারকা সলমন খানের জন্মদিনের আগের রাতে শুক্রবার মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কে বিশেষ আলোকসজ্জা করা হয়। রঙিন আলোয় সজ্জিত সি লিঙ্কে সলমন খানের নাম ও জন্মদিনের শুভেচ্ছাবার্তা ভেসে উঠে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

রাতের বেলায় সি লিঙ্কে এই আলোকসজ্জা দেখতে ভিড় জমে।রাতের আকাশে তখন জ্বলজ্বল করছেন ‘ভাইজান’! ছবির নীচে লেখা ‘শুভ জন্মদিন সলমন খান’। একই ভাবে সেজে উঠেছিল নিকটবর্তী সমুদ্রতট। বহু মানুষ ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে প্রিয় তারকার প্রতি মুম্বইবাসীর ভালোবাসা ও সম্মান প্রকাশ পায়।

দীর্ঘ অভিনয় জীবনে জনপ্রিয় চলচ্চিত্র ও চরিত্রের মাধ্যমে সলমন খান দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন। সি লিঙ্কে এই জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য তাঁর জনপ্রিয়তারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande