ফিরে দেখা: ২০২৫ বছরটা অনেক অপ্রাপ্তি আর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর বছর
কলকাতা, ২৮ ডিসেম্বর(হি.স.): ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে ২০২৫ সালটা অনেক অপ্রাপ্তি আর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর বছর। সবচেয়ে বড় চমক দেখিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। লিওনেল মেসি, নেইমার কিংবা কিলিয়ান এমবাপের মতো মহাতারকারা যা পারেননি, উসমান দেম্বেলে আর খ
ফিরে দেখা:  ২০২৫ বছরটা অনেক অপ্রাপ্তি আর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর বছর


কলকাতা, ২৮ ডিসেম্বর(হি.স.): ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে ২০২৫ সালটা অনেক অপ্রাপ্তি আর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর বছর। সবচেয়ে বড় চমক দেখিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। লিওনেল মেসি, নেইমার কিংবা কিলিয়ান এমবাপের মতো মহাতারকারা যা পারেননি, উসমান দেম্বেলে আর খিচা কাভারাস্কেইয়ারা মিলে তাই করে দেখিয়েছেন পিএসজিতে। প্যারিসের এই ক্লাবটির শোকেসে ২০২৫-এ শোভা পেয়েছে পরম আরাধ্য চ্যাম্পিয়নস লিগ ট্রফি। তাছাড়া পিএসজি চলতি বছরটাতে জিতেছে লিগ আ, ফরাসি কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। এতসব সাফল্যের মূল কারিগর হলেন লুইস এনরিকে। তিনিও আবার হয়েছেন ২০২৫-এর সেরা কোচ।

এদিকে লিওনেল মেসিও ইন্টার মায়ামির অপূর্ণতা ঘুচিয়েছেন মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা জিতিয়ে। মায়ামির শোকেসে এটিই প্রথম এমএলএস কাপ।

ব্রাজিল ফুটবলেও ঘটল এটা ‘প্রথম’। প্রথম বিদেশি কোচ হিসেবে ২০২৬ বিশ্বকাপের জন্য দীর্ঘ মেয়াদে নিয়োগ পেয়েছেন ইতালির কার্লো আনচেলত্তি।

এদিকে বড় পরিসরে প্রথমবার আয়োজিত ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে চেলসি।

আর চলতি বছরে অসম্ভব কান্ডটি ঘটালেন জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম দেশ কুরাসাও। তারা প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

সব 'প্রথমের' ভিড়ে বছরটির সবচেয়ে উজ্জ্বল নাম উসমান দেম্বেলে। পিএসজির মতোই নিজের কেরিয়ারেও প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ফরাসি এই তারকা। দলকে ইউরোপ সেরার মুকুট পরাতে যেমন বড় ভূমিকা নিয়েছিলেন দেম্বেলে, তেমনি ব্যক্তিগত অর্জনেও ছিলেন দুর্দান্ত। প্রথমবার তিনি জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি, দ্য বেস্ট।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande