ইন্দোরে সড়ক দুর্ঘটনায় মৃত ১, আহত ৭
ইন্দোর, ২৯ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় দুটি গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উমরিখেড়া গ্রামের কাছে। সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জয়িনী থেকে ওমকারেশ্
ইন্দোরে সড়ক দুর্ঘটনায় মৃত ১, আহত ৭


ইন্দোর, ২৯ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় দুটি গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উমরিখেড়া গ্রামের কাছে। সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জয়িনী থেকে ওমকারেশ্বরগামী একটি গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সানাওয়াদ থেকে ইন্দোরগামী

আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় সানাওয়াদ নিবাসী ভাইয়ালাল (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের ইন্দোরের এমওয়াই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতের পরিবারের সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থ ভাইয়ালালকে চিকিৎসার জন্য ইন্দোরে নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, আহতদের মধ্যে মুম্বইয়ের দম্পতি জানান, তাঁরা উজ্জয়িনী ও ওঙ্কারেশ্বরে দর্শনের উদ্দেশ্যে ভাড়ার গাড়িতে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande