
কলকাতা ২৯ ডিসেম্বর (হি. স.) : বহু অপেক্ষার অবসান। শীতের মধ্যেই ঠান্ডা আবহাওয়াকে সঙ্গী করে ৩৭তম হাওড়া জেলা বইমেলার সূচনা হল। সোমবার বিকেলে হাওড়ার শরৎ সদন প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বইমেলার উদ্বোধন করেছেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের মন্ত্রী ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক ড. পি দীপাপপ্রিয়া, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টরা। উদ্যোক্তারা এদিন সরকারিভাবে ঘোষণা করেছেন যে, সপ্তাহব্যাপী ওই মেলা আগামী বছরের ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। হাওড়া ময়দানে মেট্রো রেল ধরেই আনাগোনা এবছর বৃদ্ধি পেতে পারে এমন আশা প্রকাশ করেছেন। প্রত্যহ আলোচনাচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানান কর্মসূচি মেলাকে ঘিরে রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত