
আগরতলা, ২৯ ডিসেম্বর : আগামী ২ জানুয়ারি থেকে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে পর্দা উঠছে আগরতলা বইমেলার। তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজন করা হয়েছে ১৩ দিনব্যাপী এই বইমেলার, যা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। বইপ্রেমীদের জন্য নানা আয়োজন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় সমৃদ্ধ হতে চলেছে এবারের বইমেলা।
আয়োজক দফতরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে জানানো হয়েছে, রাজ্যের আটটি জেলার কবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কবি সম্মেলন। থাকবে ককবরকসহ অন্যান্য ভাষার কবিদেরও আলাদা কবি সম্মেলন। পাশাপাশি বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়ে অনুষ্ঠিত হবে আলোচনাচক্র। এর মধ্যে উল্লেখযোগ্য— ‘জন্মশতবর্ষে এম.এস. স্বামীনাথন : কৃষিক্ষেত্রে আত্মনির্ভরতার পথিকৃৎ’, ‘৭৫ বছরের ভারতীয় সংবিধান’, ‘শতবর্ষের আলোকে মহাশ্বেতা দেবী’, ‘সংবাদমাধ্যমে আধুনিক প্রযুক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ’, ‘পরিব্রাজক বিবেকানন্দ’, ‘বন্দেমাতরম— শিল্পী ও সাহিত্যিকদের চোখে’, ‘বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও সমাধান’ ইত্যাদি।
বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের জন্যও থাকছে একাধিক প্রতিযোগিতা— বিশ্ববিদ্যালয় স্তরে বিতর্ক, মহাবিদ্যালয় স্তরে আকস্মিক বক্তৃতা এবং বিদ্যালয় স্তরে ক্যুইজ প্রতিযোগিতা। প্রতিদিন সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে প্রধান আকর্ষণ।
বইপ্রেমী, পাঠক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠবে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ— এমনটাই আশা করছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ