
আরারিয়া, ২৯ ডিসেম্বর (হি.স.): ভারত–নেপাল সীমান্ত এলাকায় গাঁজা পাচারে নিত্যনতুন কৌশল নিচ্ছে পাচারকারীরা। এমনই এক ঘটনায় রোগী পরিবহণের নামে অ্যাম্বুলেন্স ব্যবহার করে ৪৮০ কেজি গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল নেপাল পুলিশ। ঘটনায় দুই গাঁজা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার নেপাল পুলিশ সূত্রে জানা গেছে, জোগবানি সীমান্ত সংলগ্ন নেপালের এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে রোগীর আসনের নিচে ও অন্যান্য অংশে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেটে মোট ৪৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনায় নেপালের ধানকুটা জেলার শহীদভূমি গ্রামের বাসিন্দা ৩৫ বছরের নিশ্চল রাই এবং সাঙ্গুরিগড়ি গ্রামের ২০ বছরের খগেন্দ্র লিম্বুকে গ্রেফতার করা হয়েছে। তারা অ্যাম্বুলেন্সটি নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ হাওয়ায় গুলি চালিয়ে গাড়িটি থামাতে বাধ্য করে।
রবিবার নেপালের মোরাং জেলার পুলিশ সুপার জানান, উদ্ধার হওয়া গাঁজা পাচারের সঙ্গে একটি বড়সড় নেটওয়ার্ক জড়িত থাকার ইঙ্গিত মিলেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তদন্ত চলছে এবং পুরো পাচারচক্র খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য