
বাঁকুড়া, ২৯ ডিসেম্বর (হি.স.) : একদিকে তীব্র শীত, অন্যদিকে ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত বাঁকুড়ার জনজীবন। প্রকৃতির এই সাঁড়াশি আক্রমণে কার্যত স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। আবহবিদদের মতে, আগামী দিনে পারদ আরও নামতে পারে।
সোমবার আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, রবিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি। সোমবার তা আরও কমে ৯ ডিগ্রিতে দাঁড়িয়েছে। গত কয়েক দিনের মতো এদিনও ঘন কুয়াশার প্রভাব ছিল প্রবল। সকাল গড়িয়ে বেলা দশটা পেরিয়েও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় কার্যত অন্ধকারাচ্ছন্ন ছিল চারদিক।
কুয়াশা ও শীতের প্রভাবে বাজার-হাটে লোকসমাগম উল্লেখযোগ্যভাবে কমেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ফের কুয়াশার দাপট শুরু হয় এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট হয়ে পড়ে প্রায় জনশূন্য। ঠান্ডার কারণে বাইরে মানুষের চলাচল কমে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যেও তার প্রভাব পড়তে শুরু করেছে। বহু দোকান সন্ধ্যার পরেই শাটার নামিয়ে দিচ্ছে।
জেলা আবহাওয়া দফতরের আধিকারিক এস. কে. রায় জানান, সোমবারই সম্ভবত চলতি মরসুমে বাঁকুড়ার শীতলতম দিন। এদিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট