বকেয়া বিলের জেরে প্রতিবন্ধীদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জামবনিতে পথ অবরোধ
ঝাড়গ্রাম, ২৯ ডিসেম্বর (হি.স.) : বিদ্যুৎ বিলের বিপুল বকেয়ার কারণে প্রতিবন্ধী গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে সোমবার ঝাড়গ্রামের জামবনি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন প্রতিবন্ধীরা। বিদ্যুৎ বিল মকুব এবং যেসব বাড়িতে সংযোগ কাটা হ
বকেয়া বিলের জেরে প্রতিবন্ধীদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জামবনিতে পথ অবরোধ


ঝাড়গ্রাম, ২৯ ডিসেম্বর (হি.স.) : বিদ্যুৎ বিলের বিপুল বকেয়ার কারণে প্রতিবন্ধী গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে সোমবার ঝাড়গ্রামের জামবনি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন প্রতিবন্ধীরা। বিদ্যুৎ বিল মকুব এবং যেসব বাড়িতে সংযোগ কাটা হয়েছে সেখানে দ্রুত বিদ্যুৎ পুনর্বহালের দাবিতে এই আন্দোলন সংগঠিত হয়।

পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের ডাকে এদিন জামবনি বাজার এলাকায় ঝাড়গ্রাম–চিল্কিগড় রাজ্য সড়ক অবরোধ করেন সংগঠনের সদস্যরা। প্রায় ৭০ জন প্রতিবন্ধী প্রতিনিধি রাস্তায় বসে পড়ায় প্রায় আধ ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর জেরে চিল্কিগড়মুখী পর্যটকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েন। পরে জামবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে নেওয়া হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, আর্থিক দুরবস্থার সুযোগ নিয়ে বহু প্রতিবন্ধী গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কেশরীপুর গ্রামের বাসিন্দা লক্ষ্মণ দণ্ডপাট জানান, তাঁর বাড়িতে প্রায় ৬৫ হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। ওই টাকা পরিশোধ করতে না পারায় দীর্ঘদিন ধরে তাঁকে অন্ধকারে দিন কাটাতে হচ্ছে। একই অভিযোগ করেন জামবনি এলাকার বাসিন্দা নিমাই মাহাতো। তিনি জানান, দৃষ্টিশক্তির সমস্যায় ভুগলেও তাঁর বাড়িতে মাত্র কয়েকটি বাল্ব ও পাখা ব্যবহার করা হয়। তা সত্ত্বেও তিন মাস আগে ২ লক্ষ ৬০ হাজার টাকার বিদ্যুৎ বিল আসে, যা তাঁর পক্ষে পরিশোধ করা অসম্ভব।

পথ অবরোধ প্রত্যাহারের পর আন্দোলনকারীরা জামবনি কাস্টমার কেয়ার অফিসের সামনে বিক্ষোভ দেখান এবং বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজারের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে প্রতিবন্ধী গ্রাহকদের বকেয়া বিদ্যুৎ বিল মকুব, দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল এবং প্রতিবন্ধীদের চিহ্নিত করে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের জামবনি ব্লক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।

অন্যদিকে, বিদ্যুৎ দফতর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল অনাদায়ী থাকায় ঝাড়গ্রাম ডিভিশনের অধীন বিভিন্ন এলাকায় বকেয়া আদায়ে কড়া পদক্ষেপ শুরু হয়েছে। সেই সূত্রেই জামবনি কাস্টমার কেয়ারের আওতাধীন বহু গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। অভিযোগ উঠেছে, ওই তালিকায় প্রতিবন্ধী গ্রাহকরাও রয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande