বাড়ি থেকে বিদ্যুৎ মিটার চুরি, আতঙ্কে গ্রামবাসী
পূর্ব সিংভূম, ২৯ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার চাকুলিয়া ব্লকের অন্তর্গত কুচিয়াশোলি পঞ্চায়েতের মাতাপুর গ্রামের ভদ্রডাঙ্গা জনজাতি এলাকায় রবিবার গভীর রাতে বাড়ি থেকে বিদ্যুৎ মিটার চুরির ঘটনা সামনে এসেছে। অন্ধকারের সুযোগ নিয়ে দুষ
বাড়ি থেকে বিদ্যুৎ মিটার চুরি, আতঙ্কে গ্রামবাসী


পূর্ব সিংভূম, ২৯ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার চাকুলিয়া ব্লকের অন্তর্গত কুচিয়াশোলি পঞ্চায়েতের মাতাপুর গ্রামের ভদ্রডাঙ্গা জনজাতি এলাকায় রবিবার গভীর রাতে বাড়ি থেকে বিদ্যুৎ মিটার চুরির ঘটনা সামনে এসেছে। অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এলাকার বাসিন্দা কান্দন সোরেন এবং নানি মুর্মুর বাড়ি থেকে বিদ্যুৎ দফতরের বসানো মিটার খুলে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিটার খুলে নেওয়ার পর দুষ্কৃতীরা বিদ্যুৎ সংযোগ সরাসরি লাইনের সঙ্গে জুড়ে দেয়। ফলে বাড়ির সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। কিছু সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও পরে বিদ্যুৎ ফিরে আসায় কেউ সন্দেহ করেননি। সোমবার সকালে বাড়ির বাইরে গিয়ে দেখা যায় বিদ্যুৎ মিটার নেই, তখনই চুরির বিষয়টি প্রকাশ্যে আসে।

এই ঘটনার পর গোটা জনজাতির এলাকা ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, দুষ্কৃতীদের সাহস এতটাই বেড়েছে যে এখন বাড়ি থেকে বিদ্যুৎ মিটার পর্যন্ত চুরি করা হচ্ছে।

সোমবার বিষয়টি বিদ্যুৎ দফতরের এক প্রকৌশলীকে ফোনে জানানো হয়েছে। গ্রামবাসীরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের শনাক্ত করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande