জলপাইগুড়ির চা বাগানে হাতি, ভাঙলো গোয়াল ঘর
জলপাইগুড়ি, ২৯ ডিসেম্বর (হি.স.): ভোরের আলো ফোটার আগে জঙ্গলে ফিরে না যেতে পেরে সোমবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের নারাধুরা চা বাগানে আটকে পড়ল তিনটি হাতি। তারমধ্যে একটি শাবকও রয়েছে। চা বাগানে ঢোকার আগে ব্লকের ঝারমাঝ গ্রামে হাতির হানায় দুই ব্যক্তির
জলপাইগুড়ির চা বাগানে হাতি, ভাঙলো গোয়াল ঘর


জলপাইগুড়ি, ২৯ ডিসেম্বর (হি.স.): ভোরের আলো ফোটার আগে জঙ্গলে ফিরে না যেতে পেরে সোমবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের নারাধুরা চা বাগানে আটকে পড়ল তিনটি হাতি। তারমধ্যে একটি শাবকও রয়েছে। চা বাগানে ঢোকার আগে ব্লকের ঝারমাঝ গ্রামে হাতির হানায় দুই ব্যক্তির গোয়াল ঘর ভেঙে দেয়। অন্যদিকে ধলাবাড়ি এলাকায় রাস্তার উপরে দাঁড় করিয়ে রাখা একটি সাইকেল দুমড়ে মুচড়ে দেয় ও একটি মোটর সাইকেলেরও ক্ষতি করে ওই হাতিগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা ও পুলিশ। হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বন দফতরের কর্মীরা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande