ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং প্রশাসক হিউ মরিস প্রয়াত
লন্ডন, ২৯ ডিসেম্বর (হি.স.) : ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার হিউ মরিস, যিনি পরবর্তীতে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, ৬২ বছর বয়সে মারা গেলেন। ওয়েলশ কাউন্টি দল গ্ল্যামারগান, যেখানে মরিস তার ঘরোয়
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং প্রশাসক হিউ মরিস ৬২ বছর বয়সে মারা গেলেন


লন্ডন, ২৯ ডিসেম্বর (হি.স.) : ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার হিউ মরিস, যিনি পরবর্তীতে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, ৬২ বছর বয়সে মারা গেলেন।

ওয়েলশ কাউন্টি দল গ্ল্যামারগান, যেখানে মরিস তার ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন এবং অধিনায়ক ছিলেন, রবিবার এক বিবৃতিতে জানিয়েছে যে, গত কয়েক বছর ধরে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত কঠিন থাকার পর মরিস মারা গেলেন, যে সময়ে তাঁর অন্ত্রের ক্যান্সার ধরা পড়ে।

একজন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে, মরিস ইংল্যান্ডের হয়ে তিনটি ম্যাচে অংশ নেন এবং ১৯৯৭ সালে গ্ল্যামারগানকে কাউন্টি চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন - অবসরের আগে তাঁর শেষ বছর, প্রথম-শ্রেণীর ক্রিকেটে ১৯,৭৮৫ রান এবং ব্যাটিং গড় ৪০.২৯।

এরপর তিনি ১৬ বছর ধরে ইসিবিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন, যার মধ্যে পুরুষদের জাতীয় দলের সাফল্যের সময়কালে সিইও হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে মরিস গ্ল্যামারগানে সিইও হিসেবে ফিরে আসেন এবং দলকে আর্থিক সমস্যা মোকাবিলায় সহায়তা করেন।

গ্ল্যামারগানের বর্তমান সিইও ড্যান চেরি বলেছেন, মরিস ছিলেন একজন দুর্দান্ত খেলোয়াড়, একজন অক্লান্ত প্রশাসক এবং অত্যন্ত মর্যাদা ও সততার একজন চমৎকার মানুষ।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande