
গুয়াহাটি, ২৯ ডিসেম্বর (হি.স.) : বিদায়ী ২০২৫-এ দেশ সহ উত্তর-পূর্বাঞ্চলে বহু ঘটনা পরিঘটনা সংঘটিত হয়েছে। সে ধরনের অজস্র খবরের মধ্যে এই অঞ্চলের নানা বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ খবর ক্রমান্বয়ে তুলে ধরা হলো ...
৪ জানুয়ারি ফরেনার্স ট্রাইব্যুনাল কর্তৃক বিদেশি ঘোষণার পর অসমের মরিগাঁও জেলার দুই শিক্ষক আবদুর রশিদ এবং খায়রুল ইসলামকে চাকরি থেকে ছাটাই অসমের শিক্ষা দফতরের।
১০ মাৰ্চ ডিমা হাসাও জেলার অন্তৰ্গত হারাঙ্গাজাও বাজারে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে ৬০টির বেশি দোকান ও নয়টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্ম।
২৭ মাৰ্চ ডিব্রুগড় জেলার অন্তর্গত চাবুয়ায় ১২০ বছরের পুরনো ঐতিহাসিক ব্রিটিশ আমলের দিনজয় টি এস্টেটের ফ্যাক্টরির প্রায় ৯০ শতাংশ পুড়ে ভস্ম।
২০-২১ নভেম্বর দ্বিদিবসীয় সফরের কার্যসূচি নিয়ে ইমফলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসংঘচালক ডা. মোহন ভাগবত। সংঘের শতবৰ্ষ পূর্তি উপলক্ষ্যে জনজাতি সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে রাজ্যে শান্তি স্থাপন করতে সম্মিলিত প্ৰচেষ্টার আহ্বান।
১৭-১৯ নভেম্বর গুয়াহাটিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক ডা. মোহন ভাগবত। সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে সুদৰ্শনালয়-এ ‘প্ৰবুদ্ধ নাগরিক সম্মেলন’ শীর্ষক অনু্ষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবৰ্গের সঙ্গে মত-বিনিময় কাৰ্যসূচিতে অংশগ্ৰহণ।
২২ ডিসেম্বর : অসমের গোলাঘাট জেলার ঘিলাধারি থানায় বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের। লাঠিচার্জ।
২৮ ডিসেম্বর : অসমের চিরাং জেলার গরুবাসার নাংদরবারি এলাকায় অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী কর্তৃক ধারালো অস্ত্র দিয়ে আদিবাসীভুক্ত যুবক সাইমন কিসকু (২৪)-র ওপর হামলা।
২৯ ডিসেম্বর : আদিবাসী যুবকের ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে চিরাং জেলার অন্তর্গত গরুবাসা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে আদিবাসী সমাজের।
(সমাপ্ত)
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস