
গুয়াহাটি, ২৯ ডিসেম্বর (হি.স.) : বিদায়ী ২০২৫ সালে উত্তর–পূর্বাঞ্চলে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা
২ জানুয়ারি : কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্প উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য মণিপুর এবং সিকিমে।
২১ জানুয়ারি : মৃদু ভূমিকম্প মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসিপাহাড় জেলা এবং পার্শ্ববর্তী অঞ্চলে।
২৪ জানুয়ারি : মায়ানমারের ভূমিকম্পে কম্পন গোটা অসম সহ উত্তর-পূর্বাঞ্চলে।
৩ ফেব্রুয়ারি : মৃদু ভূমিকম্প অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায়।
৩ ফেব্রুয়ারি : মৃদু ভূমিকম্প মেঘালয়ের পশ্চিম গারোপাহাড় জেলায়।
২৮ মাৰ্চ : প্রায় ছয় ঘণ্টার মধ্যে আটবার ভূমিকম্প উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয় এবং মণিপুরে। ঝটকা অসমেও।
২৯ মাৰ্চ : বেলা ০২-টা ৩১ মিনিট ২৯ সেকেন্ডে রিখটার স্ক্যালে ৩.৮ প্রাবল্যের মৃদু ভূমিকম্প মণিপুরের ননে জেলায়।
২৮ এপ্রিল : ৬০ কিলোমিটার বেগে তুফানের সঙ্গে বজ্ৰপাত ও বৃষ্টির ফলে গুয়াহাটির বহু প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি।
২৭ মে থেকে ১ জুন : অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি।
২ জুন : মৃদু ভূকম্পে কেঁপেছে মণিপুরের চূড়াচাঁদ জেলা।
৩ জুন : মৃদু ভূকম্পে কেঁপেছে অসমের রাজধানী গুয়াহাটি সংলগ্ন কামরূপ (গ্রামীণ) জেলা।
১২ জুন : অসমের মরিগাঁওয়ে সংঘটিত ঘূর্ণীঝড়ে লক্ষপতি রাজভর নামের জনৈক মহিলার মৃত্যু।
২০ জুন : রাত সাতটা ১৪ মিনিট ০৬ সেকেন্ডে ৩.০ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছে উজান অসেমর ডিব্রুগড় জেলা।
২৩ জুন : অসমের হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে ভূমিধস।
২-৮ জুলাই : অবিরাম বৃষ্টিপাতের দরুন নাগাল্যান্ডের কয়েকটি জেলা বন্যা ও ভূমিধসের কবলে।
৮ জুলাই : মৃদু ভূকম্পে কেঁপেছে অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলং ও পার্শ্ববর্তী অঞ্চল।
১৬ জুলাই : অসমের ডিমা হাসাও জেলার অন্তর্গত মাহুর থানাধীন হাংরুম গ্রামে ব্যাপক ভূমিধসে ঘটনাস্থলে মৃত্যু হুয়াজেনগাম্বে নৃয়ামে (৭০) এবং ফেরন টিগা (৩৯)-র। গুরুতরভাবে ঘায়েল পাঁচজন।
২ আগস্ট : ভোর ০৫টা ৩৫ সেকেন্ড, ৫৫ মিনিটে ৩.২ প্ৰাবল্যের ভূমিকম্প অরুণাচল প্রদেশে।
৫ আগস্ট : মধ্যরাত ১২টা ৪০ সেকেন্ড ৫৫ মিনিটে অরুণাচল প্রদেশের কুরুংকুমে জেলায় ৩.০ তীব্রতার ভূমিকম্প।
৭ আগস্ট : ৩.৮ প্রাবল্যের মৃদু ভূমিকম্প অনুভূত অসমের নগাঁও জেলায়।
৯ আগস্ট : রাত ০৮টা ৪০ মিনিট ৫৪ সেকেন্ডে অসমের শোণিতপুর জেলায় ২.৯ প্ৰাবল্যের ভূমিকম্প।
৯ আগস্ট : অরুণাচল প্রদেশের দিবাংভ্যালিতে ভোর ০৪টা ৫২ মিনিট ০৩ সেকেন্ডে ৩.৫ মাত্রার ভূমিকম্প।
১০ আগস্ট : বেলা ০২টা ১৬ মিনিট ২০ সেকেন্ডে ৩.৪ মাত্রার ভূমিকম্প মণিপুরের চূড়াচাঁদপুরে।
১১ আগস্ট : অসমের কারবি আংলং জেলায় ৩.১ মাত্রার ভূমিকম্প।
১১ আগস্ট : অরুণাচল প্রদেশের ক্রা দাদি অঞ্চল কেঁপেছে ২.৮ প্রাবল্যের ভূমিকম্পে।
১৪ আগস্ট : ২.৮ রিখটার স্কেলের কম্পন অনুভূত অসমের ধুবড়ি, দক্ষিণ শালমারা-মানকাচর, বঙাইগাঁও, কোকরাঝাড় জেলা সহ সংলগ্ন এলাকায়।
১৮ আগস্ট : মৃদু ভূমিকম্প অসমের নগাঁও জেলায়।
২৩ আগস্ট : ৭৫ মিনিটের ব্যবধানে পর-পর মৃদু ভূমিকম্প অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলঙে।
২৭ আগস্ট : গুয়াহাটির জোড়াবাট এলাকায় দশ মাইলে আচমকা সৃষ্ট কৃত্রিম বন্যায় ভেসে মৃত্যু ৫০ বছর বয়সি দুর্গা শর্মার।
২৬ সেপ্টেম্বর : মণিপুরের চান্ডেল জেলায় দুবার ভূমিকম্প।
২৬ সেপ্টেম্বর : অসমের ওদালগুড়ি জেলায় রাত ১১টা ০৪ মিনিট ৫২ সেকেন্ডে ২.৮ প্রাবল্যের ভূমিকম্প।
১১ অক্টোবর : সকাল ০৮টা ৩১ মিনিট ৩৫ সেকেন্ডে ৩.৫ তীব্ৰতার ভূমিকম্প অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায়।
১০ নভেম্বর (হি.স.) : অসমের কারবি আংলং জেলায় ৩.২ মাত্রার ভূমিকম্প।
১১ নভেম্বর : মৃদু ভূমিকম্প উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য অরুণাচল প্রদেশ এবং অসমে।
১৭ নভেম্বর : রাত ০৮-টা ৪৯ মিনিট ৫৭ সেকেন্ডে অসমের নগাঁও জেলায় ২.৯ প্ৰাবল্যের ভূমিকম্প।
১৮ নভেম্বর : উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্য মণিপুর, অরুণাচল প্রদেশ এবং অসমে ভূমিকম্প।
২১ নভেম্বর : সকাল ১০টা ৮ মিনিটে রিখটার স্কেলে ৫.২ মাত্রার ভূমিকম্প ত্রিপুরার আগরতলা সহ পশ্চিম ত্রিপুরা ও সংলগ্ন জেলাগুলি।
১০ ডিসেম্বর : বিধ্বংসী আগুনে ভস্ম গুয়াহাটির খ্রিস্টানবস্তিতে অবস্থিত শপিং মল ‘সোহাম এম্পরিয়া’ সহ ভারতীয় স্টেট ব্যাংক-এর ছয়টি শাখা ও দফতর।
২৫ ডিসেম্বর : ৩.৪ ম্যাগনিটিউডের ভূমিকম্প অরুণাচল প্রদেশে।
২৫ ডিসেম্বর : ৩.০ ম্যাগনিটিউডের ভূমিকম্প অসমের ওদালগুড়িতে।
২৮-২৯ ডিসেম্বর : তীব্ৰ শৈত্যপ্রবাহে জবুথবু মেঘালয় সহ উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকজীবন।
(অন্য বিষয়ের খবর পরবর্তীতে)
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস