ফিরে দেখা ২০২৫, বিষয় : রাজনৈতিক বিষয়ক ঘটনাবলি
গুয়াহাটি, ২৯ ডিসেম্বর (হি.স.) : কালচক্র অতিক্রম করে পেরিয়ে গেল আরও একটি বছর, ২০২৫। বিদায়ী এক বছরে গোটা বিশ্বে বহু ঘটনা পরিঘটনা সংঘটিত হয়েছে। সে ধরনের সহস্রাধিক খবরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের বহু খবরও সংবাদ শিরোনাম দখল করেছে। ২০২৫-এর ফ্ল্যাশব্যাকে র
ফিরে দেখা ২০২৫


গুয়াহাটি, ২৯ ডিসেম্বর (হি.স.) : কালচক্র অতিক্রম করে পেরিয়ে গেল আরও একটি বছর, ২০২৫। বিদায়ী এক বছরে গোটা বিশ্বে বহু ঘটনা পরিঘটনা সংঘটিত হয়েছে। সে ধরনের সহস্রাধিক খবরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের বহু খবরও সংবাদ শিরোনাম দখল করেছে। ২০২৫-এর ফ্ল্যাশব্যাকে রাজনীতি বিষয়ক কয়েকটি খবর তুলে ধরার চেষ্টা করেছে হিন্দুস্থান সমাচার ...

৫-৭ জানুয়ারি : ৫ থেকে ৭ জানুয়ারি পৰ্যন্ত গুয়াহাটির শিল্পগ্রামে অনুষ্ঠিত সিপিআই-(এম) এর অসম রাজ্য সম্মেলন।

৬ জানুয়ারি : অসম সহ উত্তর-পূর্বাঞ্চলে ৫০ কোটি টাকার মৎস্য উন্নয়ন প্ৰকল্পের উদ্বোধন এবং শিলান্যাস কেন্দ্ৰীয় মৎস্য ও পশুপালন এবং দুগ্ধ দফতরের মন্ত্রী রাজীবরঞ্জন সিঙের। সঙ্গে ছিলেন বিভাগীয় দুই প্ৰতিমন্ত্ৰী জৰ্জ কুরিয়েন এবং অধ্যাপক এসপি সিং বাঘেল।

৮ জানুয়ারি : অসমে বেশ কয়েকটি স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন এবং চলমান কাজের পর্যালোচনা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী জেপি নাড্ডার।

৮ জানুয়ারি : অসমে বেশ কয়েকটি স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন এবং চলমান কাজের পর্যালোচনা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী জেপি নাড্ডার।

৯ জানুয়ারি : অসম সফরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ঘোষণা আবাসন ও কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সম্পৰ্কিত বহু প্ৰকল্পের।

১৬ জানুয়ারি : মিজোরামের ২৫-তম রাজ্যপাল পদে শপথ জেনারেল পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম (অবসরপ্রাপ্ত) ড. বিজয়কুমার সিং। তিনি বিদায়ী রাজ্যপাল হরি বাবু কামহামপতির স্থলাভিষিক্ত হয়েছেন। হরি বাবু ওড়িশার রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন।

১৯ জানুয়ারি : ‘মন কি বাত’-এ অসমের ‘হাতিবন্ধু’ উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

১০ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'পরীক্ষা পে চৰ্চা'-য় অংশগ্রহণ ত্রিপুরার শ্রী আর্য কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সিপাহিজলা জেলার অন্তর্গত বিলোনিয়া মহকুমার বাসিন্দা প্রীতম দাস।

১০ ফেব্রুয়ারি : মণিপুরের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নংথমবাম বীরেন সিঙের।

১৩ ফেব্রুয়ারি : মণিপুরে মুখ্যমন্ত্রী পদ থেকে এন বীরেন সিঙের ইস্তফার পর এদিন পর্যন্ত তাঁর উত্তরসূরি চয়ন করতে না পারায় রাজ্যে জারি রাষ্ট্রপতি শাসন।

১৭ ফেব্রুয়ারি : প্রথমবারের মতো রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন রাজধানীর বাইরে কোকরাঝাড়ে অনুষ্ঠিত। একদিনের বাজেট অধিবেশন বিটিআর-এর সদর কোকরাঝাড়ে বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (বিটিসিএলএ)-তে অনুষ্ঠিত হয়েছে।

১৪ মাৰ্চ : তিন দিনের সরকারি সফরে অসমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেড়গাঁওয়ে প্রথম পর্যায়ে ১৬৭.৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমি বহু কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং করেছেন শিলান্যাস।

১৪ মাৰ্চ : একদিনের সফরে মিজোরামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজধানী আইজল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জোখাওসাং-এ আসাম রাইফেলস-এর সদর ছাউনি স্থানান্তরের অনুষ্ঠানে যোগদান।

১৬ মাৰ্চ : উত্তরপূর্বীয় রাজ্যগুলির সব মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চস্তরীয় বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বৈঠকে ভারতে তিনটি নতুন প্রচলিত ফৌজদারি আইন ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ (বিএনএসএস), ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (বিএনএস) এবং ‘ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম’ (বিএসএ)-এর বাস্তবায়ন মূল্যায়ন স্বরাষ্ট্রমন্ত্রীর।

২ এপ্রিল : অসমে পঞ্চায়েত নিৰ্বাচনের দিনক্ষণ ঘোষণা। ২ মে এবং ৭ মে দুই দফায় অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন।

২ এপ্রিল : রাভা হাসং স্বাশাসিত পরিষদ-এর সাধারণ নির্বচনের ভোটগ্রহণ। ভোট পড়েছে ৬৮.৫৮ শতাংশ।

৪ এপ্ৰিল : রাভা হাসং স্বশাসিত পরিষদ-এর সাধারণ নির্বচনের ভোটগণনা ও ফলাফল। ৩৬টি আসনের মধ্যে ৩৩টিতে জয়লাভ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর।

২ মে এবং ৭ মে : অসমে ২ এবং ৭ মে, দুই দফায় অনুষ্ঠিত ত্ৰিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। সাৰ্বিকভাবে ভোট পড়েছে ৭৪ শতাংশ।

১১ মে : ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনার ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ অধিকাংশ আসনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এককভাবে বিজেপি ব্যাপক ভালো ফল করেছে।

১৬ মে : গুয়াহাটিতে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। গুয়াহাটিতে অরুণাচল প্রদেশের বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে অংশগ্ৰহণ।

২৫ মে : দুদিনের মিজোরাম সফরে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য, পশুপালন ও দুগ্ধ দফতরের প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান।

২৬ মে : লোকসভায় বিরোধী উপ-দলনেতা গৌরব গগৈকে অসম প্রদেশ কংগ্রেস কমিটি (এপিসিসি)-র নতুন সভাপতি নিয়োগ দলের সর্বভারতীয় কমিটির।

৩ জুন : অসম কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ গৌরব গগৈয়ের। তিনি বিদায়ী সভাপতি ভূপেন কুমার বরার স্থলাভিষিক্ত হয়েছেন।

২৯ আগস্ট : অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-ভুক্ত নির্বাচিত কয়েক হাজার পঞ্চায়েত প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উদ্বোধন রাজভবনের নবনিৰ্মিত শাখা ‘ব্রহ্মপুত্র উইং’। ভার্চুয়ালি উদ্বোধন দেড়গাঁওয়ের লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমিতে তৈরি ‘ন্যাশলান সাইবার ফরেনসিক ল্যাবরেটরি-নর্থ-ইস্ট’।

এছাড়া ভার্চুয়ালি উদ্বোধন এবং শিলান্যাস আইটিবিপি, এসএসবি এবং আসাম রাইফেলস-এর বিভিন্ন উন্নয়ন প্রকল্প সহ আবাসন কমপ্লেক্স, ব্যারাক, হাসপাতাল প্ৰভৃতির।

২২ সেপ্টেম্বর : ‘বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল’-এর সাধারণ নির্বাচনের ভোট।

২২ সেপ্টেম্বর : অরুণাচল প্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫,১০০ কোটি টাকার বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের পর ইটানগরে জনসমাবেশে ভাষণ প্রধানমন্ত্রীর।

২২ সেপ্টেম্বর : গোমতী জেলার উদয়পুরে মাতাবাড়িতে পুননির্মিত ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

২৬ সেপ্টেম্বর : ৪০-এর মধ্যে ২৮ আসনে বিজয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন হাগ্রামা মহিলারির ‘বডোল্যান্ড পিপলস ফ্রন্ট’-এর।

৭ নভেম্বর : দুদিনের সফরে গুয়াহাটিতে কেন্দ্রীয় অর্থমন্ত্ৰী নিৰ্মলা সীতারমণ।

২৫ নভেম্বর : অসমে উপজাতি বেল্ট এবং ব্লকগুলিতে ভূমি অধিকার রক্ষা করতে জেলা-স্তরে ট্রাইবুনাল গঠনের প্রস্তাবে বিল পেশ রাজ্য সরকারের।

২৭ নভেম্বর : ধ্বনীভোটে পাস ‘দ্য আসাম প্রহিবিশন অব পোলিগ্যামি বিল ২০২৫’ বা বহুবিবাহ প্ৰতিরোধ বিল।

২০ ডিসেম্বর : দুদিনের অসম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরকালে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন, নামরূপে ইউরিয়া কারখানার শিলান্যাস সহ প্রায় ১৬ হাজার কোটি টাকায় নির্মিত কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস।

ব্রহ্মপুত্র নদে চলমান ফেরিতে রাজ্যের ২৫ জন মেধাবী শিক্ষার্থীর সঙ্গে ‘পরীক্ষা পে চর্চা’ শীর্ষক কাৰ্যসূচিতে অংশগ্ৰহণ।

২৬ ডিসেম্বর : গুয়াহাটিতে বিজেপির অসম প্রদেশ কার্যনির্বাহী কমিটির দুবিবসীয় অধিবেশনে যোগদান দলের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন।

২৯ ডিসেম্বর : অসমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈষ্ণব ধর্মের প্রবর্তক মহাপুরুষ শ্ৰীমন্ত শংকরদেবের জন্মস্থান বটদ্ৰবা থানের ঐতিহ্যমণ্ডিত আকাশীগঙ্গার তীরে নবনিৰ্মিত বটদ্ৰবা প্ৰকল্প, গুয়াহাটিতে নবনির্মিত পুলিশ কমিশনারেট দফতর, একটি ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, খানাপাড়ায় নবনিৰ্মিত জ্যোতি-বিষ্ণু সাংস্কৃতিক কমপ্লেক্স-এর উদ্বোধন।

(অন্য বিষয়ের খবর পরবর্তীতে)

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande