এসআইআর সংশোধনে চরম ভোগান্তি, বিছানাশয্যায় অক্ষম ও বয়স্কদের কোলে তুলে আনতে বাধ্য পরিবার
বসিরহাট, ২৯ ডিসেম্বর ( হি. স.): ভোটার তালিকার বিশেষ সংশোধন অভিযান (এসআইআর) ঘিরে বসিরহাট ও হিঙ্গলগঞ্জে চরম সমস্যায় পড়লেন শারীরিকভাবে অক্ষম ও বয়স্ক নাগরিকরা। শারীরিক অসুস্থতা উপেক্ষা করেই সংশোধন কেন্দ্রে হাজির হতে বাধ্য হওয়ায় প্রশ্নের মুখে নির্ব
এস আই আর


বসিরহাট, ২৯ ডিসেম্বর ( হি. স.): ভোটার তালিকার বিশেষ সংশোধন অভিযান (এসআইআর) ঘিরে বসিরহাট ও হিঙ্গলগঞ্জে চরম সমস্যায় পড়লেন শারীরিকভাবে অক্ষম ও বয়স্ক নাগরিকরা। শারীরিক অসুস্থতা উপেক্ষা করেই সংশোধন কেন্দ্রে হাজির হতে বাধ্য হওয়ায় প্রশ্নের মুখে নির্বাচন দফতরের ভূমিকা।বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর বাসিন্দা ৭০ বছরের প্রদ্যুৎ কুণ্ডু দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম ও বিছানাশয্যায়। তাঁর ভোটার তালিকায় ২০০২ সালে নাম ছিল ‘গণেশ কুণ্ডু’। পরে আদালতের মাধ্যমে এফিডেভিট করে নাম সংশোধন করে ‘প্রদ্যুৎ কুণ্ডু’ করা হয় এবং অন্যান্য সরকারি নথি ও পরবর্তী ভোটার তালিকায় সেই নামই রয়েছে। কিন্তু পুরনো নথির জেরে ফের সংশোধনের জন্য বসিরহাট হাইস্কুলের ক্যাম্পে হাজিরার নোটিস আসে। শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা তাঁকে কোলে তুলে সংশোধন কেন্দ্রে নিয়ে আসেন।একই ছবি ধরা পড়ে হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি ৫১ নম্বর বুথ এলাকায়। বিছানাশয্যায় থাকা শারীরিকভাবে অক্ষম ননীবালা গাইনের নামের ভুল সংশোধনের জন্য তাকেও পরিবারের লোকজন কষ্ট করে ক্যাম্পে নিয়ে আসেন।উভয় পরিবারেরই অভিযোগ, নির্বাচন দফতরের আধিকারিকরা যদি বাড়ি বাড়ি গিয়ে সংশোধনের ব্যবস্থা করতেন, তাহলে এই অসহায় মানুষদের এমন শারীরিক কষ্ট সহ্য করতে হতো না। ঘটনায় প্রশাসনিক উদাসীনতার অভিযোগ ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande