বিশেষ শ্রেণির ভোটারদের বাড়িতে গিয়ে শুনানির নির্দেশ, নিরাপত্তা নিয়ে কড়া বার্তা সিইও-র
কলকাতা, ২৯ ডিসেম্বর ( হি. স.) : বিশেষ শ্রেণির ভোটারদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশনের দফতর। মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি, যে কো
বিশেষ শ্রেণির ভোটারদের বাড়িতে গিয়ে শুনানির নির্দেশ, নিরাপত্তা নিয়ে কড়া বার্তা সিইও-র


কলকাতা, ২৯ ডিসেম্বর ( হি. স.) : বিশেষ শ্রেণির ভোটারদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশনের দফতর। মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি, যে কোনও বয়সের গুরুতর অসুস্থ ভোটার এবং অন্তঃস্বত্তা মহিলাদের শুনানির জন্য আর নির্বাচন দফতরে ডাকা হবে না। এই শ্রেণির ভোটারদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানির নোটিশ দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করা হবে।এদিন ঘটে যাওয়া একটি ঘটনার প্রেক্ষিতে সিইও রাজ্যের পুলিশ মহাপরিচালক (ডিজি) ও পুলিশ কমিশনারকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্য পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট সকল আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। BLA-২ সংক্রান্ত নির্দেশিকা নিয়ে সিইও ইতিমধ্যেই নির্বাচন কমিশন (ECI)-এর কাছে আবেদন করেছেন। সোমবার সি মুরুগানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জেলা শাসক, ডিজি এবং নোডাল পুলিশ অফিসারের কাছ থেকে চাওয়া হয়েছে। পাইলট কার না দেওয়ার অভিযোগসহ সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে রিপোর্ট হাতে পাওয়ার পর। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাতে পারে রাজ্য।সিইও জানান, BLA-২ সংক্রান্ত কোনও সমস্যা হলে সংশ্লিষ্ট ERO ও DEO আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পড়াশোনা বা কাজের কারণে বাইরে থাকা ভোটাররা শুনানিতে হাজির হতে না পারলে ফর্ম-৬-এর মাধ্যমে আবেদন করতে পারেন। এই বিষয় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ৬-৭ জন জেলা নির্বাচন আধিকারিককে নিয়ে সিইও দফতরে বৈঠক ডাকা হয়েছে।এছাড়াও শুনানির জন্য প্রয়োজনীয় নথি BLO নিজে ভোটারের বাড়ি গিয়ে সংগ্রহ করতে পারবেন। কাটোয়ার এক BLO নিখোঁজ সংক্রান্ত ঘটনায় জানানো হয়, পুলিশি তদন্তে উঠে এসেছে তিনি ব্যাংক থেকে ৫০ লক্ষ টাকা নিয়ে পালিয়েছিলেন। পরে তাঁকে ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande