
রোহতক, ২৯ ডিসেম্বর (হি.স.): হরিয়ানার রোহতক জেলার হাসানগড় গ্রামের কাছে রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা এক হোটেল মালিককে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে বলে অভিযোগ। ঘটনার পর মৃতদেহ রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, হাসানগড় গ্রামের বাসিন্দা গুলাব সিং রাতের দিকে নিজের হোটেল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে একের পর এক আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
এক পথচারী রক্তাক্ত অবস্থায় গুলাব সিংকে পড়ে থাকতে দেখে তাঁর পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য