পুরোদমে চলচ্চিত্রোৎসব শুরুর শেষ মুহূর্তের প্রস্তুতি
কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স. ) : ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF) ২০২৬-শুরুর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। ইন্টারন্যাশনাল প্যানোরামা, ন্যাশনাল প্যানোরামা ও বেঙ্গল প্যানোরামার সম্পূর্ণ সূচী শীঘ্রই ঘোষণা করা হবে। এ বছর এই
পুরোদমে চলচ্চিত্রোৎসব শুরুর শেষ মুহূর্তের প্রস্তুতি


কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স. ) : ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF) ২০২৬-শুরুর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। ইন্টারন্যাশনাল প্যানোরামা, ন্যাশনাল প্যানোরামা ও বেঙ্গল প্যানোরামার সম্পূর্ণ সূচী শীঘ্রই ঘোষণা করা হবে।

এ বছর এই উৎসবে জমা পড়ে ৩০০-র বেশি ছবি। তার মধ্যে ২৫০টিরও বেশি ছবি সরকারিভাবে নির্বাচিত হয়েছে। আন্তর্জাতিক বিভাগে ইজরায়েল, রাশিয়া, তাইওয়ান, আমেরিকা ও মেক্সিকোর ছবি জায়গা পেয়েছে। জাতীয় বিভাগে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তের উল্লেখযোগ্য কাজ। পাশাপাশি বাঙলা বিভাগে নির্বাচিত হয়েছে একাধিক সমসাময়িক বাংলা ছবি।

এছাড়াও শর্ট ডকুমেন্টারি, মিউজিক ভিডিও, পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট এবং বিজ্ঞাপনচিত্র - বিভিন্ন ফরম্যাটের নির্বাচিত কাজও দেখানো হবে উৎসবে। IKSFF কর্তৃপক্ষের দাবি, গল্প বলার বৈচিত্র্য এবং আন্তর্জাতিক অংশগ্রহণ, দুই মিলিয়েই ২০২৬-এর আসর হতে চলেছে বিশেষভাবে উল্লেখযোগ্য।

ফেস্টিভ্যালের সূচনা হবে ২০ জানুয়ারি, অ্যাডামাস ইউনিভার্সিটিতে। একাধিক জায়গায় টানা ছ’দিন ধরে চলবে সিনেমা-উৎসব। বিশ্বের ৩২টি দেশের ছবি নিয়ে আয়োজন করা হচ্ছে এই আন্তর্জাতিক চলচ্চিত্রোৎসব।

এর পরামর্শদাতা হিসাবে আছেন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, অর্ঘ্যকমল মিত্র, অধ্যাপক ড. মোহন দাস, জয়া শীল ঘোষ, অনিমেষ গাঙ্গুলী, অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়, পার্থ চক্রবর্তী, ফল্গুনী চট্টোপাধ্যায়, অশোক রায়, রানা বসু ঠাকুর, মানস বসু, সুমন মৈত্র, পণ্ডিত মল্লার ঘোষ, পার্থপ্রতিম মুখোপাধ্যায়, অলোক সান্যাল, গৌতম চক্রবর্তী, অপরাজিতা ঘোষ, দেবালয় ভট্টাচার্য, শুভ্রজিৎ দত্ত, দেবরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রাশিস আচার্য, সন্দীপন রায় ও নবরুণ বসু।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande