
কলকাতা, ২৯ ডিসেম্বর ( হি. স.) : ফের মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার ঘটনায় ব্যাহত হল ব্লু লাইনের মেট্রো পরিষেবা। সোমবার সপ্তাহের প্রথম দিনে অফিস ও কলেজ ফেরত যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হল। জানা গিয়েছে, বিকেল ৫টা ৫৮ মিনিট নাগাদ ময়দান মেট্রো স্টেশনে আপ লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যাত্রী। ঘটনার পরই মেট্রো কর্তৃপক্ষ দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেল লাইনের মধ্যে পড়ে থাকা ওই যাত্রীকে উদ্ধারের কাজ শুরু করে।এই ঘটনার জেরে ব্লু লাইনে ট্রেন চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে যায়। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে সীমিত পরিসরে আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল চালু রাখা হয়। ফলে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি যাতায়াত সম্ভব না হওয়ায় যাত্রীদের ভোগান্তি বাড়ে। ভিড়ে নাস্তানাবুদ হয়ে পড়ে একাধিক মেট্রো স্টেশন।মেট্রো কর্তৃপক্ষ মাইকে ঘোষণা করে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেয়। উল্লেখ্য, এর আগেও নেতাজি ভবন স্টেশনে একই ধরনের ঘটনা ঘটেছিল। প্রতিটি স্টেশনে আরপিএফ মোতায়েন, হলুদ লাইনের বাইরে না দাঁড়ানোর জন্য সচেতনতা ও জরিমানার ব্যবস্থা থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা রোখা যাচ্ছে না। এদিন ঘটনাস্থলে পৌঁছয় ময়দান থানার পুলিশ ও দমকল কর্মীরা। ঝাঁপ দেওয়া যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়