
মালদা, ২৯ ডিসেম্বর ( হি. স.): মালদার রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য। কংগ্রেস ছেড়ে অল ইন্ডিয়া মজলিস-ই-ইতেহাদুল মুসলিমিনে (মিম) যোগ দিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্তোষ কেশরী। সোমবার মালদা প্রেস কর্নারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।যোগদান অনুষ্ঠানে রেজাউল করিম দাবি করেন, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আগামী দিনে আরও বহু নেতা মিমে যোগ দেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সদ্য মিমে যোগ দেওয়া সন্তোষ কেশরীর বক্তব্য, কংগ্রেসে থেকে তিনি সংগঠনিক ও জনস্বার্থমূলক কাজ করতে পারছিলেন না। সেই কারণেই বিকল্প রাজনৈতিক মঞ্চ হিসেবে মিমকে বেছে নিয়েছেন।তবে মিমের এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস ও তৃণমূল। জেলা কংগ্রেসের আরেক সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদার বলেন, কংগ্রেস একটি বড় দল—কে থাকল বা কে গেল তাতে দলের কোনও ক্ষতি হয় না। তাঁর কটাক্ষ, যারা দল ছাড়ছেন তারা কার্যত অকর্মণ্য।এদিকে জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভময় বসু মিমকে বিজেপির ‘বি-টিম’ বলে কটাক্ষ করেন। পাল্টা বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মুখপাত্র অম্লান ভাদুরি জানান, বিজেপি নিজের শক্তিতেই দেশজুড়ে লড়াই করে, কারও সহায়তার প্রয়োজন নেই।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়