ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত উমারিয়া, দৃশ্যমানতা নেমে ৬ মিটারে
উমারিয়া, ২৯ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় রবিবার গভীর রাত থেকে ঘন কুয়াশা ও তীব্র শীতের দাপটে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা সদর সহ গ্রামীণ এলাকায় সোমবার ভোর থেকে দৃশ্যমানতা কমে মাত্র ৬ মিটারে নেমে আসে, ফলে সড়কে যান চ
ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত উমারিয়া, দৃশ্যমানতা নেমে ৬ মিটারে


উমারিয়া, ২৯ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় রবিবার গভীর রাত থেকে ঘন কুয়াশা ও তীব্র শীতের দাপটে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা সদর সহ গ্রামীণ এলাকায় সোমবার ভোর থেকে দৃশ্যমানতা কমে মাত্র ৬ মিটারে নেমে আসে, ফলে সড়কে যান চলাচল প্রায় স্তব্ধ হয়ে যায়। জাতীয় সড়ক ও প্রধান সড়কগুলি প্রায় ফাঁকা ছিল।

সোমবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে এদিন তাপমাত্রা নেমে ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। কুয়াশা কাটলে আগামী দিনে শীত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande