
চুঁচুড়া, ২৯ ডিসেম্বর ( হি. স.):- সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি বন্ধ করে দেন তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার। তাঁর দাবি, বিএলএ-২ (বুথ লেভেল এজেন্ট) উপস্থিত না থাকলে কোনও ভাবেই শুনানি চলতে পারে না। এই দাবিকে কেন্দ্র করেই ব্লক অফিস চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়।এদিন সকাল থেকেই শুনানিতে অংশ নিতে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, সকাল সাড়ে ১১টা থেকে ব্লক অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়, ফলে সাধারণ মানুষ দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে মগরা থানার পুলিশ।বিধায়ক অসিত মজুমদার বলেন, বর্তমান হিয়ারিং পদ্ধতি সম্পূর্ণ অব্যবস্থাপনার পরিচয় দিচ্ছে। সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত পেনশনভোগী, এমনকি যাঁদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে বা যাঁরা পাসপোর্ট করেছেন, তাঁদেরও শুনানিতে ডাকা হচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বহু বয়স্ক মানুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।তিনি আরও বলেন, স্বচ্ছতা বজায় রাখতে হলে অবশ্যই বিএলএ-২-দের উপস্থিতি নিশ্চিত করতে হবে। তাঁদের বাদ দিয়ে কোনও শুনানি মেনে নেওয়া হবে না। একটিও প্রকৃত ভোটারের নাম বাদ যেতে দেওয়া হবে না। দলের শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন, সেই অনুযায়ীই আন্দোলন চলবে বলে জানান বিধায়ক।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়