
চিরাং (অসম), ২৯ ডিসেম্বর (হি.স.) : জনৈক আদিবাসী যুবকের ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে আজ সোমবার চিরাং জেলার অন্তর্গত গরুবাসা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছেন আদিবাসী সমাজের মানুষ।
ঘটনা গতকাল রবিবার বিকাল প্রায় চারটা নাগাদ গরুবাসার নাংদরবারি এলাকায় ঘটেছে। অভিযোগ, অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী একটি মোটর বাইকে এসে ধারালো অস্ত্র দিয়ে আদিবাসীভুক্ত যুবক সাইমন কিসকুর (২৪) ওপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে তাকে কয়েকটি রোপ বসিয়েছে দুষ্কৃতীরা। গুরুতরভাবে আহত সাইমন কিসকুকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয় ভরতি করা হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।
সংগঠিত ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আদিবাসী সম্প্রদায়ের স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের গ্রেফতার করতে কেন বিলম্ব হচ্ছে প্ৰশ্ন তুলে আজ ভোর থেকে গরুবাসা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ প্ৰদৰ্শন করতে থকেন। হামলাকারীদে বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপের দাবি জানান তাঁরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে শীঘ্র গ্রেফতার করতে অভিযান শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস