
দক্ষিণ ২৪ পরগনা, ২৯ ডিসেম্বর (হি. স. ) : এসআইআর-এর শুনানির নামে হেনস্তার অভিযোগ তুলে সোমবার জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ হয় মগরাহাটে।
রাজ্যে এসআইআরের শুনানি পর্ব চলছে। বহু মানুষ শুনানীর বিজ্ঞপ্তি পেয়েছেন। তালিকায় রয়েছেন বৃদ্ধ-বৃদ্ধা থেকে বিশেষ ক্ষমতাসম্পন্নরাও। স্বাভাবিকভাবেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা। সবমিলিয়ে হেনস্তা হতে হচ্ছে।
সোমবার শুনানির কাজ খতিয়ে দেখতে মগরাহাটের শিরাকোল হাই স্কুলে যান জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক সি মুরুগান। তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন মগরাহাট পশ্চিম বিধানসভার উস্তি থানা এলাকার বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষমদের এসআইআর শুনানির নামে হেনস্তা কেন?
সি মুরুগানের কাছে উত্তেজিত জনতার দাবি, বৃদ্ধ-বৃদ্ধা ও বিশেষভাবে সক্ষমদের বাড়ি গিয়ে শুনানী করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘক্ষণ পর পুলিশের তৎপরতায় আয়ত্তে আসে পরিস্থিতি।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত