বাংলা ভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে সরব সামিরুল ইসলাম, পরিযায়ীদের পাশে দাঁড়াতে নাগরিক সমাজের কাছে আবেদন
কলকাতা, ২৯ ডিসেম্বর ( হি. স.)- সোমবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে পরিযায়ী শ্রমিকদের নানা সমস্যা ও বাংলা ভাষীদের উপর বাড়তে থাকা আক্রমণ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যসভার সাংসদ ও মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল
সমিরুল ইসলাম


কলকাতা, ২৯ ডিসেম্বর ( হি. স.)- সোমবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে পরিযায়ী শ্রমিকদের নানা সমস্যা ও বাংলা ভাষীদের উপর বাড়তে থাকা আক্রমণ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যসভার সাংসদ ও মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম। তিনি জানান, রাজ্যে বর্তমানে প্রায় ৩০ লক্ষ পরিযায়ী শ্রমিক নথিভুক্ত রয়েছেন।সামিরুল ইসলাম অভিযোগ করেন, সংসদে একাধিকবার বাংলা ভাষীদের উপর আক্রমণের বিষয়টি তুলতে চাইলেও তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রশ্নেরও সঠিক উত্তর তিনি সংসদে পাননি। তিনি বলেন, কোনও রাজ্যে পরিযায়ীদের জন্য পশ্চিমবঙ্গের মতো এত কাজ হয়নি। বিরোধীরা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও পরিযায়ীদের সুরক্ষার দায়িত্ব মূলত কেন্দ্র সরকারের বলেই মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, ওড়িশা ও অসমে বাঙালিদের উপর আক্রমণ বেড়েছে। শুধু বাংলা ভাষায় কথা বললেই মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলা বললে যদি বাংলাদেশি বলা হয়, তাহলে হিন্দি বা উর্দু বললে কি পাকিস্তানি বলা হবে?পরিযায়ীদের সহায়তায় একটি আইনি সেল গঠনের কথা জানান সামিরুল ইসলাম। একই সঙ্গে বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে নাগরিক সমাজ ও গণ সংগঠনগুলিকে পথে নামার আহ্বান জানান তিনি। এসআইআর সংক্রান্ত বিষয়ে পরিযায়ীদের সশরীরে হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা নিয়ে আইনি পথে যাওয়ার ভাবনাও রয়েছে বলে জানান। শেষে পরিযায়ীদের উদ্দেশে তিনি রাজ্য সরকারের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার বার্তা দেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande