
শান্তিপুর, নদিয়া, ২৯ ডিসেম্বর ( হি. স.):- এসআইআর (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন)-এর দ্বিতীয় দিনের শুনানিতে সোমবার সকাল থেকেই শান্তিপুর বিডিও অফিস চত্বরে লক্ষ করা যায় ব্যাপক ভিড়। ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ ও নথি যাচাইয়ের জন্য নির্ধারিত শুনানিতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে মানুষ সকালেই বিডিও অফিসে উপস্থিত হন। দীর্ঘ লাইন, নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তৎপরতায় মুখর হয়ে ওঠে গোটা চত্বর।এদিন শান্তিপুর বিডিও অফিসে অবস্থিত শুনানি কেন্দ্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন ইলেকশন কমিশনের স্টেট অবজারভার রচনা ভগৎ। তিনি একাধিক শুনানি কক্ষে প্রবেশ করে আবেদনকারীদের জমা দেওয়া নথিপত্র খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন ও বাদ পড়া সংক্রান্ত প্রতিটি মামলায় প্রক্রিয়া ঠিকমতো মানা হচ্ছে কি না, সে বিষয়েও নজর দেন তিনি।পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন শান্তিপুর ব্লকের বিডিও সন্দীপ ঘোষ। বিডিও জানান, শুনানি যাতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, তার জন্য পর্যাপ্ত কর্মী ও ব্যবস্থাপনা রাখা হয়েছে। প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থদের বিশেষ সহায়তার ব্যবস্থাও করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।শুনানিতে অংশ নিতে আসা অনেকেই জানান, নথি যাচাই প্রক্রিয়া কঠোর হলেও কমিশনের নজরদারিতে তাঁরা কিছুটা আশ্বস্ত। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি মেনেই আগামী দিনগুলিতেও শুনানি চলবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়