ছত্তিশগড়–উত্তর প্রদেশ সীমান্তে প্রায় ৬ কোটি টাকার গাঁজা উদ্ধার
বলরামপুর, ২৯ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়–উত্তর প্রদেশ সীমান্তে মাদক পাচার রোধে বড় সাফল্য পেল পুলিশ। একটি ট্রাক থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশ সূত্র
ছত্তিশগড়–উত্তর প্রদেশ সীমান্তে প্রায় ৬ কোটি টাকার গাঁজা উদ্ধার


বলরামপুর, ২৯ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়–উত্তর প্রদেশ সীমান্তে মাদক পাচার রোধে বড় সাফল্য পেল পুলিশ। একটি ট্রাক থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বসন্তপুর থানার পুলিশের একটি দল ধনওয়ার সীমান্ত চেকপোস্টে নজরদারি চালায়। ওড়িশা থেকে রাজস্থানগামী একটি ট্রাকে তল্লাশি করে নারকেলের খোলের ভেতরে লুকিয়ে রাখা ৪০টি প্যাকেটে মোট ১,১৯৮.৪৬০ কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৯৯ লক্ষ টাকা। পাচারে ব্যবহৃত ট্রাকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

গ্রেফতার হওয়া অভিযুক্তরা হল উত্তর প্রদেশের বাসিন্দা অমরীশ কুমার (২৩), অম্বরীশ কুমার প্যাটেল (৩৩) এবং মনীশ কুমার (২০)। তারা আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। অভিযুক্তদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande