স্মৃতি মান্ধানা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন
তিরুবনন্তপুরম, ২৯ ডিসেম্বর (হি.স.) : মিতালি রাজের পর রবিবার স্মৃতি মান্ধানা দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করলেন। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চতুর্থ টি-টোয়েন্টির
স্মৃতি মান্ধানা দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করলেন


তিরুবনন্তপুরম, ২৯ ডিসেম্বর (হি.স.) : মিতালি রাজের পর রবিবার স্মৃতি মান্ধানা দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করলেন।

তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চতুর্থ টি-টোয়েন্টির আগে এই সাউথপা'র ২৭ রানের প্রয়োজন ছিল। বাকি রান সংগ্রহ করতে এবং এই কীর্তিটি সম্পন্ন করতে তার মাত্র ২০টি বল প্রয়োজন ছিল।

দুই ভারতীয় ছাড়াও, সুজি বেটস এবং শার্লট এডওয়ার্ডসই একমাত্র ক্রিকেটার যারা এই চিহ্নটি অতিক্রম করেছেন।

স্মৃতির সাতটি টেস্টে ৬২৯ রান এবং ১১৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫,৩২২ রান রয়েছে। মহিলা ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক মিতালি রাজ তিন ফরম্যাটেই ১০,৮৬৮ রান করে তার কেরিয়ার শেষ করেন, যার ফলে স্মৃতি তাঁর রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ পান।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande