জসিডিহ-ঝাঝা শাখায় ট্রেন চলাচল ব্যাহত
কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স. ) : জসিডিহ-ঝাঝা শাখার লাহাবন ও শিমুলতলার মধ্যে ট্র্যাকে বাধার জন্য ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হল। ফলে সোমবার নিম্নলিখিত দূরপাল্লার ট্রেনগুলির যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ট্রেনগুলি রওনা হয়েছে রবিবার ১) ১৫২৩৪ দারভাঙ্গা
জসিডিহ-ঝাঝা শাখায় ট্রেন চলাচল ব্যাহত


কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স. ) : জসিডিহ-ঝাঝা শাখার লাহাবন ও শিমুলতলার মধ্যে ট্র্যাকে বাধার জন্য ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হল। ফলে সোমবার নিম্নলিখিত দূরপাল্লার ট্রেনগুলির যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ট্রেনগুলি রওনা হয়েছে রবিবার

১) ১৫২৩৪ দারভাঙ্গা – কলকাতা এক্সপ্রেস মুঙ্গের – রতনপুর – ভাগলপুর – গুমানি – রামপুরহাট – বর্ধমান হয়ে ভাগলপুর, সাহেবগঞ্জ, রামপুরহাটে স্টপেজ সহ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

২) ১৩১৩৬ জয়নগর – কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস মুঙ্গের – রতনপুর – ভাগলপুর – গুমানি – রামপুরহাট – বর্ধমান হয়ে ভাগলপুর, সাহেবগঞ্জ, রামপুরহাটে স্টপেজ নিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

৩) ১৩১৮৬ জয়নগর – শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস মুঙ্গের – রতনপুর – ভাগলপুর – গুমানি – রামপুরহাট – বর্ধমান হয়ে ভাগলপুর , সাহেবগঞ্জ , রামপুরহাটে স্টপেজ সহ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

৪) ১৩১০৬ বালিয়া – শিয়ালদহ এক্সপ্রেস ভাগলপুর, রামপুরহাটে স্টপেজ সহ কিউল-ভাগলপুর-গুমানি-রামপুরহাট হয়ে

ঘুরিয়ে দেওয়া হয়েছে।

৫) ১৩০২২ রাক্সৌল – হাওড়া মিথিলা এক্সপ্রেস কিউল – ভাগলপুর – গুমানি – রামপুরহাট হয়ে ভাগলপুর , রামপুরহাটে স্টপেজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

৬) ১৫০৪৮ গোরখপুর – কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস ভাগলপুর, রামপুরহাটে স্টপেজ সহ কিউল – ভাগলপুর – গুমানি – রামপুরহাট হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

৭) ১৩০২২ রাক্সৌল – হাওড়া মিথিলা এক্সপ্রেস কিউল – ভাগলপুর – গুমানি – রামপুরহাট হয়ে ভাগলপুর , রামপুরহাটে স্টপেজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

৮) গোরখপুর – কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস ভাগলপুর, রামপুরহাটে স্টপেজ সহ কিউল – ভাগলপুর – গুমানি – রামপুরহাট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande