
কলকাতা, ২৯ ডিসেম্বর (হি.স.): গুলিবিদ্ধ হলেন এক যুবক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বেহালা থানা এলাকার বনমালি ঘোষ রোডে। আহত যুবকের নাম অভিষেক রায়। তাঁর বাড়ি নিউ আলিপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। আহত যুবক ওই রাতে বনমালি রোডে আড্ডা মারছিলেন। অভিযোগ, সে সময়ে পাশের আবাসনের চারতলা থেকে এক ১৭ বছরের নাবালক পাখি মারার বন্দুক থেকে গুলি ছোঁড়ে। তাতেই আহত হন ওই যুবক। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, নাবালককে সোমবার জুভেনাইল জাস্টিট বোর্ডে তোলা হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ