নতুন বছরে বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে একাধিক নতুন অতিথি
শিলিগুড়ি, ২৯ ডিসেম্বর (হি. স.) : নতুন বছরে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে একাধিক নতুন অতিথি।যা হতে চলেছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এর শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে প্রতি বছরই নতুন কিছু চমক থাকে।গতবছর সিংহ, লেঙ্গুর, চশমা বানর স
নতুন বছরে বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে একাধিক নতুন অতিথি


শিলিগুড়ি, ২৯ ডিসেম্বর (হি. স.) : নতুন বছরে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে একাধিক নতুন অতিথি।যা হতে চলেছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

এর

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে প্রতি বছরই নতুন কিছু চমক থাকে।গতবছর সিংহ, লেঙ্গুর, চশমা বানর সহ একাধিক বন্যপ্রাণীর আগমন ঘটেছিল।এবছরও তার ব্যাতিক্রম হচ্ছে না।২০২৬ এ বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে জলহস্তি, জিরাফ সহ একাধিক বন্যপ্রানী।

পার্ক কর্তৃপক্ষ সুত্রে খবর, বাঘের পর সিংহের সফল প্রজননের পর সাফারি পার্কের ধারনক্ষমতা নিয়ে যথেষ্ট সুনিশ্চিত বন্যপ্রান বিভাগ৷রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা এই মুহুর্তে বেড়ে দাঁড়িয়েছে ১৪।সিংহের সংখ্যা পাঁচ।নতুন বছরে সিংহ পর্যটকদের জন্য উন্মুক্ত সাফারিতে ছাড়ার ভাবনা নিয়েছে সাফারি কর্তৃপক্ষ।

বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর জানান, নতুন বছরে খুব শীঘ্রই সাফারি পার্কে নতুন অতিথি আসতে চলেছে৷জলহস্তী, জিরাফ সহ আরও একাধিক প্রাণীর আসার কথা রয়েছে।পর্যটকদের আকর্ষণ বাড়াতে শীঘ্রই হাতি সাফারিও শুরু করা হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande