
বিশালগড় (ত্রিপুরা), ২৯ ডিসেম্বর (হি.স.) : অবৈধ মাদক চাষের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল সিপাজীজলা জেলার বিশালগড় থানার পুলিশ। সোমবার সকালে ৫ নম্বর ব্যাটালিয়ন টিএসআর ও ১৫ নম্বর ব্যাটালিয়ন মহিলা টিএসআর কর্মীদের সহযোগিতায় চেলিখলা ও গাজারিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এদিনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা চাষ ধ্বংস করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চেলিখলা ও গাজারিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা গাঁজার বাগানে অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ গাঁজা গাছ উচ্ছেদ করা হয়। প্রতিটি গাছই কেটে পুড়িয়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
এদিনের অভিযানে বিশালগড় থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে টিএসআর জওয়ান ও মহিলা টিএসআর দল উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরেই এই এলাকায় গোপনে গাঁজা চাষ হচ্ছে বলে অভিযোগ ওঠে। সেই সূত্র ধরেই পুলিশ এদিন অভিযান চালায়। ওসি জানিয়েছে, অবৈধ মাদক চাষের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারাও।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ