
মেলাঘর (ত্রিপুরা), ২৯ ডিসেম্বর (হি.স.) : নেশা বিরোধী অভিযানের মধ্যে বড় সাফল্য অর্জন করল সিপাহীজলা জেলার মেলাঘর থানা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মেলাঘর থানার পুলিশ পোয়াংবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ির রান্নাঘর থেকে পাঁচটি ড্রামে ভরা মোট ১০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে।
অভিযানটি পরিচালনা করেন মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস। তাঁর সঙ্গে ছিলেন এসআই সুবির সাহা, এসআই রাম কিশান, টিএসআর জওয়ান, মহিলা পুলিশ কর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হলেও অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে আগে থেকেই পালিয়ে যায়।
ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি নেশা কারবার রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ