
অমরপুর (ত্রিপুরা), ২৯ ডিসেম্বর (হি.স.) : পেশাগত নিষ্ঠা ও মানবিকতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করলেন অমরপুর মহকুমা হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান (ইএমটি) মনোজ দাশগুপ্ত। দূরবর্তী এলাকা থেকে এক প্রসূতিকে হাসপাতালে আনার পথে হঠাৎ জরুরি পরিস্থিতি তৈরি হলে চলন্ত অ্যাম্বুলেন্সেই নিরাপদে সন্তান প্রসব করান তিনি।
জানা গেছে, সময়ের চাপে হাসপাতালে পৌঁছানো সম্ভব না হওয়ায় মনোজ দাশগুপ্ত তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেও যথাযথ চিকিৎসা-সহায়তা প্রদান করেন। এতে মা ও নবজাতক দু’জনেই সুস্থভাবে জীবন লাভ করে। প্রসবের পরই তাঁদের অমরপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দু’জনের অবস্থাই স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ইএমটি মনোজ দাশগুপ্তর এই তৎপরতায় স্বাস্থ্যকর্মী মহলে প্রশংসার ঝড় উঠেছে। জরুরি পরিস্থিতিতে তাঁর এই মানবিক ভূমিকা রাজ্যের জরুরি স্বাস্থ্য পরিষেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন সাধারণ মানুষ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ