
মেন্ধার, ২৯ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার এক অগ্রবর্তী গ্রাম থেকে সোমবার একটি ড্রোন উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি উধমপুর জেলার চেনানি এলাকার সুধামহদেবে তল্লাশি অভিযানে একটি একে অ্যাসল্ট রাইফেলের ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মেন্ধার সেক্টরের গোহলেদ গ্রামের একটি ক্ষেত থেকে ড্রোন পড়ে থাকার খবর পায় জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে। ড্রোনটির মালিকানা ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, উধমপুর জেলার চেনানি এলাকার সুধামহদেবে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানের সময় একটি একে অ্যাসল্ট রাইফেলের ম্যাগাজিন এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
এদিকে, সোমবার সকালে আখনুর সেক্টরের প্রাগওয়াল এলাকার সীমান্তবর্তী গ্রাম গুরাহ মানহাসা থেকে পিআইএ চিহ্নযুক্ত বিমান-আকৃতির একটি বেলুন উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। আধিকারিকদের অনুমান, বেলুনটি সীমান্ত পেরিয়ে বাতাসে ভেসে এসে একটি ক্ষেতে এও পড়ে থাকতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য