প্রয়াত শ্রাবণী বণিক, শোকাহত টেলিপাড়া
কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : মারণ রোগের কাছে হার মানলেন শ্রাবণী বণিক। দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। সূত্রের খবর, বিগত কয়েক সপ্তাহ ধরে তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছিল। যার জেরে শ্রাবণীকে হাসপাতালেও ভর্তি হতে
প্রয়াত শ্রাবণী বণিক, শোকাহত টেলিপাড়া


কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : মারণ রোগের কাছে হার মানলেন শ্রাবণী বণিক। দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। সূত্রের খবর, বিগত কয়েক সপ্তাহ ধরে তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছিল। যার জেরে শ্রাবণীকে হাসপাতালেও ভর্তি হতে হয়। তবে শেষরক্ষা আর হয়নি। সোমবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

একসময় ছোট পর্দায় নায়ক কিংবা নায়িকার মায়ের চরিত্রে পরিচালকদের প্রথম পচ্ছন্দের তালিকায় নাম থাকত শ্রাবণী বণিকের । একের পর এক হিট সিরিয়ালে তাঁর মায়ায় ভরা মুখখানি পচ্ছন্দ করতেন দর্শকেরা। যিনি নিজের অভিনয়ে দর্শকদের মন জয় করেছিলেন, তাঁর আর জয়ী হওয়া হল না। হার মানলেন মারণ রোগের কাছে। জীবনের শেষ কটা দিন হাসপাতালের বেডে শুয়ে, অক্সিজেনের ওপর ভর করেই কেটে গেল। বছরের শেষলগ্নে সমস্ত চেষ্টা, সমস্ত প্রার্থনাকে একপাশে রেখে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী শ্রাবণী বণিক।

‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলি আলাপ’, ‘সোহাগ চাঁদ’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন শ্রাবণী বণিক। অন্যদিকে বড়পর্দায় ‘আলো’,’চাঁদের বাড়ি’ ছবিতে নজর কেড়েছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande