গ্রামীণ উন্নয়নে স্বচ্ছ পরিকল্পনাই মূল চাবিকাঠি : পঞ্চায়েত মন্ত্রী কিশোর
আগরতলা, ২৯ ডিসেম্বর (হি.স.) : এক ভারত শ্রেষ্ঠ ভারত-এর স্বপ্ন পূরণের লক্ষ্যেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সঠিক বাস্তবায়ন অপরিহার্য,—এ কথা উল্লেখ করে ত্রিপুরার পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন বলেন, শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলতে সময়োপযোগী পরিকল
মন্ত্রী কিশোর বর্মন


আগরতলা, ২৯ ডিসেম্বর (হি.স.) : এক ভারত শ্রেষ্ঠ ভারত-এর স্বপ্ন পূরণের লক্ষ্যেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সঠিক বাস্তবায়ন অপরিহার্য,—এ কথা উল্লেখ করে ত্রিপুরার পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন বলেন, শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলতে সময়োপযোগী পরিকল্পনা ও স্বচ্ছ বাজেট প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার আগরতলায় শিপার্ডের এসপিআরসি (ত্রিপুরা) গ্রাম স্বরাজ ভবনে আয়োজিত ‘স্টেট লেভেল রোল-আউট প্রোগ্রাম অব পিপলস প্ল্যান ক্যাম্পেইন ২০২৫-২৬ এবং পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান ২০২৬-২৭ প্রস্তুতি কর্মশালা’-র উদ্বোধন করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, পঞ্চায়েত শুধু একটি অফিস নয়৷ পঞ্চায়েত মানে জনগণ, তাদের জন্য সরকারের দেওয়া প্রতিটি পরিষেবা—রাস্তা, পানীয় জল, আলো, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান ও নারী-শিশু সুরক্ষা। এসবের সঠিক বাস্তবায়নেই প্রকৃত গ্রামীণ উন্নয়ন সম্ভব। তিনি প্রত্যেক পঞ্চায়েতকে সময়মত বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ ও জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে স্বচ্ছ বাজেট প্রণয়নে গুরুত্ব দিতে বলেন।

তিনি আরও জানান, একটি সময়োপযোগী ও স্বচ্ছ বাজেটই একটি শক্তিশালী পঞ্চায়েত গড়তে পারে, আর সেই লক্ষ্যেই আগামী বাজেট পরিকল্পনা গ্রহণে সব জনপ্রতিনিধিকে উদ্যোগী হতে হবে। অনুষ্ঠানের আগে তিনি পশ্চিম জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে সিপাহীজলা, গোমতী, দক্ষিণ, পশ্চিম, খোয়াই ও ঊনকোটি জেলার জিলা পরিষদ সভাধিপতিরা তাঁদের নিজস্ব এলাকার বিগত দিনের উন্নয়ন কর্মসূচি তুলে ধরেন। বক্তব্য রাখেন বকাফা বিএসি'র চেয়ারম্যান বিধায়ক প্রমোদ রিয়াংও।

কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পঞ্চায়েত দফতরের যুগ্ম অধিকর্তা অনুরাগ সেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্য পঞ্চায়েত রিসোর্স সেন্টারের ফ্যাকাল্টি ডঃ শুভায়ন চক্রবর্তী।

রাজ্যের আট জেলার সভাধিপতি, সহ-সভাধিপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান–ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা এই কর্মশালায় অংশ নেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande