স্বসহায়ক দলগুলির পণ্য প্রদর্শনী ও বিক্রিতে জোর দিলেন মন্ত্রী সান্ত্বনা
ধর্মনগর (ত্রিপুরা), ২৯ ডিসেম্বর (হি.স.) : স্বসহায়ক দলগুলির উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে আত্মনির্ভরতার পথে নতুন দিগন্ত খুলে গেল উত্তর ত্রিপুরায়। সোমবার ধর্মনগরের ডিএনবি ময়দানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা জেলা ভিত্তিক তৃতীয়
মন্ত্রী সান্ত্বনা চাকমা


ধর্মনগর (ত্রিপুরা), ২৯ ডিসেম্বর (হি.স.) : স্বসহায়ক দলগুলির উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে আত্মনির্ভরতার পথে নতুন দিগন্ত খুলে গেল উত্তর ত্রিপুরায়। সোমবার ধর্মনগরের ডিএনবি ময়দানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা জেলা ভিত্তিক তৃতীয় সরস মেলার উদ্বোধন করেন। চারদিন ব্যাপী এই মেলায় অংশ নিয়েছে জেলার আটটি ব্লকের মোট ৭৫টি প্রদর্শনী স্টল।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “স্ব-সহায়ক দলের সদস্যাদের গুণগত মান বজায় রেখে উৎপাদন করতে হবে। মান বজায় রাখলে বিক্রি বাড়বে, চাহিদাও বৃদ্ধি পাবে। আত্মনির্ভর ত্রিপুরা গড়তে প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করা আমাদের লক্ষ্য।” একই সঙ্গে তিনি যুব সমাজকে নেশামুক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন যে উন্নত ত্রিপুরা গঠনে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক যাদব লাল দেবনাথ, অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা, মহাকুমা শাসক দেবযানী চৌধুরী, সমাজসেবী কাজল কুমার দাস সহ অন্যান্যরা। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাসক চাঁদনী চন্দ্রন এবং সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নমঃ।

মেলায় জেলার বিভিন্ন স্বসহায়ক দলের হাতে মোট ৪৪ লক্ষ ৮ হাজার টাকার ঋণ চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি মঞ্চে ত্রিপুরা বিধানসভার প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande