
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৯ ডিসেম্বর (হি.স.) : অবৈধ চোরাচালানের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করল আসাম রাইফেলস। সোমবার খোয়াই জেলার তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় শুল্ক বিভাগের সাথে যৌথ অভিযানে একটি ট্রাক থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিদেশি সিগারেট।
বিশেষ সূত্র ও ১১ ডব্লিউইইউ-এর প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৯টা ১৫ মিনিটে অভিযান শুরু হয় এবং প্রায় চার ঘণ্টার তল্লাশির পর দুপুর ১টা ৩০ মিনিটে তা শেষ হয়। অভিযানে টিআর-০১-এপি-১৭১৭ নম্বরের একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়।
আসাম রাইফেলস এর তরফে জানানো হয়েছে, অভিযানে মোট ৬৫ কার্টন সিগারেট, অর্থাৎ প্রায় ৬.৫ লক্ষ সিগারেট আটক করা হয়েছে। যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৬৫ লক্ষ টাকা। ঘটনাস্থল থেকে ট্রাক চালক গিয়াসউদ্দিন (৩৬)–কে গ্রেফতার করা হয়েছে। তিনি অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দির বাইতাখাল এলাকার বাসিন্দা।
গ্রেফতার হওয়া ব্যক্তিকে বাজেয়াপ্ত মালামালসহ শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। শুল্ক বিভাগ তদন্ত ও আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে।
আসাম রাইফেলস জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলির সাথে সমন্বয় জোরদার করে অবৈধ কার্যকলাপ দমনে তাদের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ