
আগরতলা, ২৯ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে শুরু হল কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৪.০–এর ৪০টি ফ্ল্যাগশিপ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ১৪ হাজার বেকার যুবক-যুবতী বিভিন্ন ক্ষেত্রে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
রবিবার হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ ও ড. বি.আর. আম্বেদকর টিচিং হসপিটালের বিবেকানন্দ অডিটোরিয়ামে এই প্রকল্পের উদ্বোধন করেন দক্ষতা উন্নয়ন দফতরের অধিকর্তা প্রদীপ কে। অনুষ্ঠানে চিকিৎসক, নার্সিং ছাত্রছাত্রী, প্রশিক্ষণার্থী, এমপিডব্লিউ, আয়াসহ বহু অতিথি উপস্থিত ছিলেন।
দক্ষতা উন্নয়ন দফতরের অধিকর্তা প্রদীপ কে. জানান, কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন মন্ত্রক ১৫ থেকে ৪৫ বছরের যুবকদের বহুমুখী ক্ষেত্রে প্রশিক্ষণের অনুমোদন দিয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে ফ্রন্টলাইন হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্স, জেরিয়াট্রিক কেয়ার, ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ন, বায়োমেডিক্যাল ইকুইপমেন্ট অ্যাসিস্ট্যান্স, হোম হেলথ এইড, জি.ডি.এ.–সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি কৃষি, আইটি–আইটিইএস, প্লাম্বিং, নির্মাণ, রাবার ও পেট্রোকেমিক্যাল, লজিস্টিকস এবং বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রেও তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের প্রয়োজনে আবাসিক ব্যবস্থাও রাখা হয়েছে।
তিনি আরও জানান, শিল্প ও বাজার–চাহিদা অনুযায়ী এই প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। এর আগে ১.০, ২.০ এবং ৩.০ পর্যায়ের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মেডিক্যাল এডুকেশন দফতরের অধিকর্তা ডাঃ এইচ. পি. শর্মা বলেন, আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণে এই প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট ডাঃ কনক কান্তি মণ্ডল সহ স্বাস্থ্য দফতর ও বিভিন্ন হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তারা।
অনুষ্ঠানে পূর্বে প্রশিক্ষণপ্রাপ্ত বিজন দত্ত, মালবিকা সরকার ও অমৃত লাল সরকার তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রশিক্ষক নন্দন সরকার, সুতপা পাল, বিকাশ সাহা, স্মিতা দেব, সংগীতা শর্মা, আশিস দাস প্রমুখকে সংবর্ধনা ও শংসাপত্র প্রদান করা হয়। এছাড়া পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের জন্য ত্রিপুরা মেডিক্যাল কলেজ ও ড. বি.আর. আম্বেদকর টিচিং হসপিটালকে বিশেষ সম্মান দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ