গঙ্গায় বিসর্জন অভিনেতা ধর্মেন্দ্রর চিতাভস্ম
হরিদ্বার, ৩ ডিসেম্বর (হি.স.) : ইন্ডাস্ট্রির হি ম্যান নামে পরিচিত প্রয়াত চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্রর চিতাভস্ম বুধবার সকালে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। ধর্মেন্দ্রর দুই ছেলে সানি দেওল এবং ববি দেওল পরিবারের অন্যান্য সদস্যদের সাথে অভিনেতার চিতাভস্ম
গঙ্গায়  বিলীন হয়ে গেল অভিনেতা ধর্মেন্দ্রর চিতাভস্ম


হরিদ্বার, ৩ ডিসেম্বর (হি.স.) : ইন্ডাস্ট্রির হি ম্যান নামে পরিচিত প্রয়াত চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্রর চিতাভস্ম বুধবার সকালে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। ধর্মেন্দ্রর দুই ছেলে সানি দেওল এবং ববি দেওল পরিবারের অন্যান্য সদস্যদের সাথে অভিনেতার চিতাভস্ম গঙ্গায় বিসর্জন দেন। বিসর্জনের বিষয়ে কাউকে কিছু জানানো হয়নি।

অভিনেতা ধর্মেন্দ্রর পরিবার মঙ্গলবার সন্ধ্যায় তাঁর চিতাভস্ম নিয়ে হরিদ্বারে পৌঁছান। তাঁদের আগমন এবং চিতাভস্ম বিসর্জনের তথ্য গোপন রাখা হয়েছিল। সকলেই হোটেল পিলিভিটে উঠেছিলেন। বুধবার সকালে সানি দেওল, ববি দেওল এবং পরিবারের অন্যান্য সদস্যরা হোটেলের পিছনের ঘাটে ধর্মেন্দ্রর চিতাভস্ম বিসর্জন দেন। গঙ্গায় স্নান করার পর, পরিবারের সদস্যরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।

এদিকে, ব্যক্তিগত ঘাটে ভস্ম বিসর্জন দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন পুরোহিত সম্প্রদায়। 'শ্রী গঙ্গা সভা' নামক একটি সংগঠনের সভাপতি নীতিন গৌতম বলেছেন, প্রিয়জনের ভস্ম কোথায় বিসর্জন দেওয়া হবে তা বেছে নেওয়া ব্যক্তিগত বিষয় হলেও, হরিদ্বার হিন্দুদের জন্য একটি সম্মানিত তীর্থস্থান এবং হর কি পৌরিতে ভস্ম বিসর্জন দেওয়ার নিয়ম শাস্ত্র অনুসারে। সম্ভবত এই কারণেই ধর্মেন্দ্রর পরিবার তাঁর ভস্ম হরিদ্বারে নিয়ে এসেছিলেন। তা সত্ত্বেও, একটি সাধারণ ঘাটে ভস্ম বিসর্জন দুর্ভাগ্যজনক।

প্রসঙ্গত, প্রবীণ চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande