
নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): “মহান দেশভক্ত ও অমর বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তীতে জানাই কোটি কোটি প্রণাম।” বুধবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি লিখেছেন, “শৌর্য, সাহস ও মাতৃভূমির প্রতি অসীম ত্যাগের প্রতীক ক্ষুদিরাম বসু ভারত মাতার স্বাধীনতার জন্য দেশের যুবসমাজকে সংগঠিত করে সশস্ত্র বিপ্লবে অনুপ্রাণিত করেছিলেন এবং স্বদেশি আন্দোলনের জন্য দেশবাসীকে জাগ্রত করেছিলেন।
অসংখ্য বিপ্লবীর প্রেরণাস্বরূপ ক্ষুদিরাম বসুকে ইংরেজ শাসনের নৃশংস নির্যাতনও বিপ্লবের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। মাতৃভূমির শৃঙ্খল মোচনের জন্য তিনি হাসিমুখে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর বীরগাথা যুগে যুগে তরুণ হৃদয়ে দেশপ্রেমের অগ্নিশিখা জ্বালিয়ে যাবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত