
ভিলাই ৩ ডিসেম্বর (হি. স.) : রোহিতের ৭ উইকেট, তবুও আচমকা ব্যাটিং বিপর্যয়ের মুখে কোচবিহার ট্রফিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে চাপেই বাংলা দল রয়েছে। হাতে ৫ টি উইকেট ও জিততে হলে ২০৮ রান দরকার।
উল্লেখ্য কোচবিহার ট্রফিতে বুধবার ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলা শেষে বাংলার দলগত স্কোর - ৫/১০৬ রান।
ভিলাইয়ের সেক্টর ১০ বিএসপি ক্রিকেট স্টেডিয়ামে এলিট পর্বের এই ম্যাচে এদিন ছত্তিশগড়ের দ্বিতীয় ইনিংস ১০৬.১ ওভারে ২৮৩ রানে শেষ। নিতান্ত সিং ১৪৮ বলে ৮০ ও মহম্মদ ফৈজ খান ৪৩ রান করে। রোহিত ১০টি মেডেন সহ ৩৪.১ ওভারে ৯১ রানে ৭ উইকেট দখল করে। অগস্ত্য শুক্লা ও বিরাট চৌহান ১টি করে উইকেট নেয়।
এদিকে, বাংলার জিততে টার্গেট - ৩১৪ রান। ইতিমধ্যেই চোট পেয়ে অঙ্কিত চট্টোপাধ্যায় মাঠের বাইরে। উইকেটকিপার অভিপ্রায় বিশ্বাস ওপেন করে। বাংলার ওপেনিং জুটি ৯৯ রান তোলে। অভিপ্রায় ১০০ বলে ৬০ রান করে। আদিত্য রায় ১২১ বলে ৪০ রান করে। ৩৬তম ওভারের প্রথম বলে বাংলার ওপেনিং জুটি ভাঙে। সেখান থেকে ৪০.২ ওভারে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১০১ রান। ১০১ রানেই বাংলার দ্বিতীয় থেকে পঞ্চম মোট ৪ টি উইকেট পড়েছে।
অভিপ্রায়কে আউট করে মহম্মদ ফৈজ খান। এরপর ৩৮তম ওভারে চতুর্থ ও পঞ্চম বলে অধিনায়ক চন্দ্রহাস দাশ ও বিরাট চৌহানের উইকেট তুলে নিয়েছে। উভয়েই ০ রানে ফিরেছে। ৪০তম ওভারের শেষ বলে সায়ন পালকেও ০ রানে ফিরিয়েছে ফৈজ। ৪১তম ওভারে বাংলার আদিত্য ধনঞ্জয় নায়েকের দ্বিতীয় বলে এল বি ডব্লু হয়।
তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ৪৩ ওভারে ৫ উইকেটে ১০৬ রান। কুশল গুপ্ত - ৫ রান কনকাশন সাব সচিন যাদব ০ রানে অপরাজিত। ফৈজ এর বোলিং গড় একনজরে ৪-২-৪০-৪। ধনঞ্জয়ের দেখলেও একটি উইকেট ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত