
বিজাপুর, ৩ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের বিজাপুর জেলার পশ্চিম বস্তার ডিভিশনের একটি জঙ্গলে বুধবার সকাল থেকে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। উভয় পক্ষর মধ্যেই গুলিবর্ষণ এখনও চলছে| তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বস্তারের ইন্সপেক্টর জেনারেল (আই জি) সুন্দররাজ পি. সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন| তিনি বলেন যে, ডিআরজি, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং কোবরা ব্যাটালিয়নের একটি যৌথ দল পশ্চিম বস্তার ডিভিশনের একটি জঙ্গলে তল্লাশি অভিযানের জন্য রওনা হয়েছিল। সেসময় আত্মগোপন করে থাকা নকশালরা অতর্কিতে বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও| গুলির লড়াই এখনও চলছে বলে জানা গেছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ