পর্যটন শিল্পের জন্য ব্যবসায়িক প্রসারে নতুন বণিকসভার উদ্বোধন
কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : ইন্দো ইন্টারন্যাশনাল ট্যুরিজম চেম্বার অফ কমার্স এর যাত্রা শুরু হল কলকাতায়। বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। নতুন ওই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অভিষেক চৌধুরী এদিন বলেন, দেশের পর্যটন শিল
ইন্দো পর্যটন শিল্পের প্রসারের জন্যে নতুন বণিকসভা


কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : ইন্দো ইন্টারন্যাশনাল ট্যুরিজম চেম্বার অফ কমার্স এর যাত্রা শুরু হল কলকাতায়। বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।

নতুন ওই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অভিষেক চৌধুরী এদিন বলেন, দেশের পর্যটন শিল্পের অগ্রগতিতে এই সংগঠন তথা নতুন যে বণিকসভা গড়ে তোলা হয়েছে অল্প সময়ের মধ্যেই তা খুব কাজে আসবে। সহ - সভাপতি কৌস্তভ দাস এর রেশ ধরেই বলেছেন যে, পর্যটকদের আইনি জটিলতায় সাহায্য মিলবে। লিগাল সেল খোলার ভাবনাচিন্তা রয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন সময়ে অভিযোগ পাওয়া যায় যে, প্যাকেজ ট্যুরে বেড়াতে নিয়ে গিয়ে মাঝপথে পর্যটকদের বিপাকে ফেলে দেয় ট্যুর অপারেটররা। ওই সমস্যার চিরতরে সমাধান চাওয়া হয়েছে এদিনের অনুষ্ঠানে। এছাড়াও কৃষ্ণ বালচন্দ্রণ ও অন্যান্যরা বক্তব্য রাখেন। পর্যটন শিল্পের প্রসঙ্গে শ্রী বৃদ্ধি ঘটুক ব্যবসার এ নিয়েই গুরুত্ব আরোপ করা হয়েছে। হেরিটেজ ট্যুরিজম সর্বাধিক গুরুত্ব আরোপের কথা উঠে আসে অনুষ্ঠানে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande