রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে সংসদ ভবনে বৈঠক প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গে বিজেপির সাংসদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সংসদে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হয় বলে জানা গিয়েছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমশ বাড়ছে, ঠিক তখনই বাংলার
রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে সংসদ ভবনে বৈঠক প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গে বিজেপির সাংসদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সংসদে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হয় বলে জানা গিয়েছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমশ বাড়ছে, ঠিক তখনই বাংলার সকল বিজেপির সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে বসা তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মনে করছে।

বৈঠকে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, রাজু বিস্তা, খগেন মুর্মু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মনোজ টিগগা, শান্তনু ঠাকুর, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande