এসআইআর নিয়ে বিক্ষোভের জন্য বিরোধীদের নিন্দায় সরব সৌমিত্র খাঁ
নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): এসআইআর নিয়ে বিক্ষোভের জন্য বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ বলেন, দেশবাসী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছে। সেই আস্থার কারণেই বিহার
এসআইআর নিয়ে বিক্ষোভের জন্য বিরোধীদের নিন্দায় সরব সৌমিত্র খাঁ


নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): এসআইআর নিয়ে বিক্ষোভের জন্য বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ বলেন, দেশবাসী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছে। সেই আস্থার কারণেই বিহারে জিতছে। একজন ব্যক্তি মারা গেছেন, আমরা কীভাবে তাঁর নাম ভোটার তালিকায় (নির্বাচনী তালিকায়) রাখব? যদি কেউ বাংলাদেশ থেকে এসে থাকেন, তাহলে আমরা কীভাবে তাঁর নাম লিখব? কংগ্রেস পুরো দেশকে ফাঁকা করে দিয়েছে। আমাদের দল সবকিছু করতে প্রস্তুত। তাদের (বিরোধীদের) বাইরে প্রতিবাদ করা উচিত। লোকসভায় যেখানে আমরাও কথা বলতে চাই, তারা কেন আমাদের কথা বলতে দিচ্ছে না।

সপা সাংসদ রাম গোপাল যাদবের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, এসআইআর ২০২২ সালে নির্ধারিত ছিল। কোভিডের কারণে সেবার কিছুটা বিলম্বিত হয়েছিল, তবে এটি হওয়া উচিত। জেন জি-র কথা বলতে গেলে... তারা সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রী মোদীর পাশে আছেন। এই তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande