প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর
নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন| হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিটে তাঁকে আমন্ত্রণ জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর


নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন| হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিটে তাঁকে আমন্ত্রণ জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও আমন্ত্রণ জানিয়েছেন রেবন্ত রেড্ডি।

প্রধানমন্ত্রীর কার্যালয় এই সাক্ষাতের ছবি শেয়ার করে জানিয়েছে, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন| তাঁর সঙ্গে ছিলেন উপ-মুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমার্কা।

অন্যদিকে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে হায়দরাবাদে তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিটে অংশগ্রহণের জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী, যা বিশ্ব মঞ্চে তেলেঙ্গানার উন্নয়নের পথ প্রদর্শন করবে।

উল্লেখ্য, এই সম্মেলনে বিশিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন, যা তেলেঙ্গানার উন্নয়ন এবং উদ্ভাবন প্রদর্শনের একটি মঞ্চ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে| রেবন্ত রেড্ডি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও দেখা করেন এবং এই সম্মেলনে আমন্ত্রণ জানান।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande